বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রেলওয়ের কোয়ার্টার ভেঙে দোকান নির্মাণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৯ মে ২০২০, ০০:০০
রেলওয়ের কোয়ার্টার ভেঙে দোকান নির্মাণ

নীলফামারীর সৈয়দপুরে শহরের কাঁচাবাজার এলাকায় ঈদের ছুটির সময়ে রেলওয়ের ৪২ নম্বর কোয়ার্টার ভেঙে তিন-চারটি দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাঁচাবাজার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে একতা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল জানান, রেলওয়ের কোয়ার্টার অবৈধভাবে ভেঙে এভাবে রাতারাতি দোকান নির্মাণ করায় তাদের বাজারের সড়ক বন্ধ করা হয়েছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা।

দোকান নির্মাণকারী রতন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রেলওয়ের স্থানীয় এস্টেট বিভাগের আইওডাবিস্নউ তৌহিদুল ইসলাম জানান, অফিস খুললে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে