logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি   ১৬ জুলাই ২০২০, ০০:০০  

হিলিতে ১৩০ কেজি ইলিশ জব্দ

দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর পথে ভারতে পাচারের সময় বুধবার ১৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ভারত থেকে পণ্য আমদানির পর ফেরার পথে দুটি খলি ট্রাকে পাচারের সময় এসব ইলিশ জব্দ করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি আইসিপি বিওপির সদস্যরা। তবে এ ঘটনায় ট্রাক ও চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইলিয়াস মিয়া জানান, ট্রাকচালক মানিক মহন্ত ও কানাই সাহা চালকের সিটের নিচে ৪টি বস্তায় ১৩০ কেজি (১১৯ পিস) ইলিশ পাচারের সময় জওয়ানরা সেগুলো জব্দ করেন। এরপর জব্দকৃত ইলিশ স্থানীয় ৫টি এতিমখানায় বিতরণ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে