রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গলাকাটা গুজবে জনমনে আতঙ্ক

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
  ২০ জুলাই ২০১৯, ০০:০০
গলাকাটা গুজবে জনমনে আতঙ্ক

মোহনগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় গলাকাটা সন্দেহে এক যুবককে পুলিশের কাছে তুলে দেয় উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোহনগঞ্জ রেল স্টেশনে ট্রেন যাত্রীরা ওই যুবককে গলাকাটা সন্দেহে তাকে ধরে। এ খবর শুনে তাকে গণধোলাই দিতে হাজারো জনতা ভিড় করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মাহমুদ আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউল ইসলাম, ওসি মো. শওকত আলী ঘনাস্থলে গিয়ে ওই যুবককে জনরোষ থেকে উদ্ধার করে মোহনগঞ্জ থানায় নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সন্দেহভাজন যুবক বাকপ্রতিবন্ধী, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে