রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০
৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ

ঢাকার ধামরাই পৌরসভায় চার ঘণ্টায় প্রায় দুই হাজার কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন কোরবানির সময় থেকে শুরু করে পৌরসভার মেয়র গোলাম কবিরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ৯টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে কাজ শুরু করেন। বর্জ্য পরিষ্কারের পর এলাকা জীবাণুমুক্ত করতে বিভিন্ন জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।

মেয়র জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও যথাসময় কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। সবার সহযোগিতায় বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এ বছর ডেঙ্গুর প্রভাব বেশি থাকায় গুরুত্বের সঙ্গে কোরবানির বর্জ্য পরিষ্কার করে নিরাপদ স্থানে ফেলে দেয়া হয়েছে।

কোরবানির পরপরই পৌরসভার লোকজন বর্জ্য পরিষ্কার করে জীবাণুনাশক পাউডার ছিটিয়ে দেয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে