শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

দুই যুবককে কুপিয়ে জখম

  ২২ অক্টোবর ২০১৯, ০০:০০
দুই যুবককে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে শহরের ষাটবাড়িয়া এলাকায় তাদের কোপানো হয়। আহতরা হলেন- শহরের কালিকাপুর এলাকার আজগর আলীর ছেলে ইমামুল (২১) ও একই এলাকার কুদ্দুসের ছেলে মাতিন (১৭)।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, রাতে ইমামুল ও মাতিন মোটরসাইকেলে শহরের ষাটবাড়িয়া এলাকায় ঘোরাঘুরি করছিল। সে সময় ওই এলাকার কয়েকজন যুবক মোটরসাইকেল গতিরোধ করে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে তাদের ভিতর আগেও কোনো বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে