রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

তদন্ত কমিটির প্রতিবেদন তুলসীগঙ্গার দূষণ চিনিকলের পানিতেই

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
  ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০
তদন্ত কমিটির প্রতিবেদন তুলসীগঙ্গার দূষণ চিনিকলের পানিতেই

জয়পুরহাট চিনিকলের সালফার ও অন্যান্য দ্রব্য মিশ্রিত পানিতেই তুলসীগঙ্গা নদীর পানি দূষিত হয়ে কালচে রং ধারণ করেছে। এ নদীর পানি তীব্র অ্যাসিডিক হয়ে পড়েছে। এতে অ্যামোনিয়া গ্যাস ও অতি উচ্চমাত্রার উপদ্রব্যের উপস্থিতি মিলেছে। নদীর পানিতে চিনিকলের দূষিত বর্জ্যে মাছসহ অন্যান্য জলজ প্রাণী হুমকিতে পড়েছে। তুলসীগঙ্গার পানি হঠাৎ কালচে রং ধারণ, কারণ তদন্তে উপজেলা প্রশাসনের গঠিত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

হঠাৎ করেই আক্কেলপুরের সোনামুখী সেতু থেকে দক্ষিণে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত তুলসীগঙ্গার পানির রং কালচে ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীর মাছ মরে যাচ্ছে। ব্যাহত হচ্ছে সেচ কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জয়পুরহাট চিনিকলের বর্জ্যে নদীর পানি দূষিত হয়েছে। বিষয়টি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলে তা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের দৃষ্টিগোচর হয়। তিনি এর তদন্তভার উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলামকে দেন। ওই দুই কর্মকর্তা ইউএনওর কাছে তদন্তের এ প্রতিবেদন দাখিল করেন। এ বিষয়ে কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, জয়পুরহাট চিনিকলের পানিতেই তুলসীগঙ্গা নদীর পানি দূষিত ও কালচে রং ধারণ করেছে। আমরা যা বলার তদন্তে প্রতিবেদনে বলেছি। ইউএনও জাকিউল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিবেদনটি জেলায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে