শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামরান কেন কোয়ারেন্টিনে নেই, প্রশ্ন রিজভীর

যাযাদি রিপোর্ট
  ২০ মার্চ ২০২০, ০০:০০
আপডেট  : ২০ মার্চ ২০২০, ১০:২০
রাজধানীর মালিবাগে বৃহস্পতিবার করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তৃতা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী -যাযাদি

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যুক্তরাজ্য থেকে ফেরা সিলেট আওয়ামী লীগের নেতা বদরউদ্দিন আহমেদ কামরানের প্রকাশ্যে অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। নভেল করোনাভাইরাস ঠেকাতে সরকারি তৎপরতায় কোয়ারেন্টিনে না থাকা বিদেশ ফেরতদের জরিমানার সমালোচনা করতে গিয়ে ক্ষমতাসীনদের এই 'দ্বিচারিতা' তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। নভেল করোনাভাইরাস বৈশ্বিক মহামারি রূপ নেওয়ার পর বিদেশ থেকে যেই আসবেন, তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে ১৬ মার্চ সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা। এরপর বিভিন্ন জেলায় কোয়ারেন্টিনের নিয়ম না মেনে বাইরে ঘোরায় বিদেশ ফেরত অর্ধশত ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ঢাকায় কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেটের সাবেক মেয়র কামরানকে দেখে সোশাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। তিনি তার দুদিন আগে লন্ডন থেকে ফিরেছিলেন। করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার ঢাকায় দলীয় প্রচারপত্র বিলির সময় এই প্রসঙ্গ তুলে রিজভী সাংবাদিকদের বলেন, 'কামরান সাহেব লন্ডন থেকে ফিরে এসে আওয়ামী লীগের সভায় যোগদান করছেন। কই, তাকে আপনারা অর্থদন্ড তো দেননি। তাকে তো কোয়ারেন্টিনে থাকার জন্য বলেননি। অথচ বিমান থেকে নেমেই তিনি আওয়ামী লীগের প্রোগ্রামে অংশ গ্রহণ করেছেন।' কোয়ারেন্টিন সম্পর্কে কামরান সিলেটে সাংবাদিকদের বলেছেন, 'আমি ইনশালস্নাহ শতভাগ নিশ্চিত যে এই ধরনের রোগে আক্রান্ত না। কারণ তারা (স্বাস্থ্য বিভাগ) যে ফরম দিয়েছে তা ফিলআপ করে দিয়েছি। আর সিলেট এয়ারপোর্টে নামার পর তারা আমাকে চেকআপ করে দেখেছে। আর ওই ধরনের রোগের উপসর্গ যেটা, এগুলো কিছুই আমার মধ্যে নেই।' বিদেশফেরতদের অর্থদন্ডের সমালোচনা করে রিজভী বলেন, 'তাদের (বিদেশ ফেরত) তো বোঝাতে হবে যে, আপনারা নিজেদের ঘরে থাকুন, আপনারা নিজের বাড়িতে থাকুন। সরকার সেই ব্যবস্থা না নিয়ে তাদের ওপর নির্যাতন করছেন, অর্থদন্ড দিচ্ছে। এই যে ব্যবস্থা যেটা চলছে, এটা একটা বেপরোয়া, স্বৈরাচারের গৃহীত ব্যবস্থা। এটা জবাবদিহিমূলক সরকারের বৈশিষ্ট্য নয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে