logo
রবিবার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ০২ জুন ২০২০, ০০:০০  

বাংলাদেশ সিরিজের জন্য অনুশীলন শুরু শ্রীলংকার

করোনাভাইরাস-পরবর্তী সময় ধীরে ধীরে মাঠে ফিরছে ক্রিকেট। এরই মধ্যে বেশ কিছু দেশ ক্রিকেটারদের অনুশীলন করার অনুমতি দিয়েছে। নিজ দেশে ক্রিকেট শুরুর চেষ্টায় রয়েছে শ্রীলংকাও। আইসিসির ফিউচার টু্যর প্রোগ্রাম অনুযায়ী, সামনে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দ্বীপরাষ্ট্রটির হোম সিরিজ রয়েছে। এ কারণে অনুশীলন শুরুর উদ্যোগ নিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সোমবার থেকে ১৩ সদস্যের একটি গ্রম্নপ বানিয়ে ১২ দিনের আবাসিক অনুশীলন শুরু করছে লংকানরা। উদ্দেশ্য সামনে থাকা বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেয়া। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।

একজন ব্যাটসম্যানের সঙ্গে একজন বোলার, এভাবে গ্রম্নপ তৈরি করে ক্রিকেটাররা অনুশীলন করবে বলে জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে তারা জানায়, 'তিন ফরম্যাটের খেলোয়াড়দের নিয়ে আপাতত ছোট ছোট গ্রম্নপ করে অনুশীলন শুরু করা হবে। পরিস্থিতি বিবেচনায় গ্রম্নপ আরও বড় করা হবে।'

এসএলসি আরও জানিয়েছে, 'কলম্বো ক্রিকেট ক্লাবে অনুশীলন করবে খেলোয়াড়রা। খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে থাকবে চার সদস্যের এক কোচিং ইউনিট ও সহায়তাকর্মী। অনুশীলন চলাকালীন গ্রম্নপে খেলোয়াড়রা একটি হোটেলে থাকবে। হোটেলটি শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ থাকবে। এ ছাড়া সব খেলোয়াড়কে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।'

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা নিয়মিত অনুশীলনের ভেনু্য ও হোটেলে খেলোয়াড়দের স্বাস্থ্যবিধির পরিস্থিতি পরিদর্শন করবেন। অনুশীলনের ১২ দিন ব্যক্তিগত কারণে হোটেল ও ভেনু্যর বাইরে যেতে পারবে না খেলোয়াড়রা। ক্রিকেট ফেরানোর ব্যাপারে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, 'আমরা বাংলাদেশ এবং ভারত দুই বোর্ডের সঙ্গেই সিরিজ আয়োজন নিয়ে আলাপ করেছি। ওই দুটি সিরিজ এখনো স্থগিত হয়নি। তবে এখনো কোনো বোর্ডের কাছ থেকে সাড়া পাইনি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে