logo
শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০২ জুন ২০২০, ০০:০০  

সংবাদ সংক্ষপে

ছোট রানআপের গল্প জানালেন বুমরাহ

ক্রীড়া ডেস্ক

কয়েক স্টেপ দৌড়ে এসে বল ছুড়েন। স্পিনারদের থেকে খানিকটা বেশি। কিন্তু বলের গতি থাকে ঠিকই তীব্র। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে নিয়মিত বল করে ব্যাটসম্যানদের ভড়কে দেন জাসপ্রিত বুমরাহ। সাধারণত গতিময় পেসারদের রানআপ হয় লম্বা। বুমরাহ জানালেন, তার এই ছোট্ট রানআপের পেছনে আছে এক গল্প।

বুমরাহর বোলিং অ্যাকশন আর রানআপ প্রায়ই হয় আলোচনার খোরাক। কয়েকদিন আগে কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ আলাপটা তুলেছিলেন আবার, বিস্ময় জানিয়েছিলেন বুমরাহর রানআপ নিয়ে। শন পোলক আর বিশপের সঙ্গে রোববার এক লাইভ আড্ডায় ফের উঠে এই প্রসঙ্গে। ভারতীয় পেস সেনসেশন জানান, শৈশবের সীমাবদ্ধ পরিবেশের ফলেই তিনি আত্মস্থ করে ফেলেছেন এই ব্যতিক্রমী দক্ষতা, 'ছোটবেলায় বাড়ির উঠানে খেলতাম। কিন্তু সেখানে দৌড়ানোর জায়গা ছিল কম। আমি এখন যতটা দৌড়াই, এর চেয়ে বেশি জায়গা ছিল না। উপায় না দেখেই তাই অতটুকু দৌড়াতাম।'

রানআপের মতো অ্যাকশন নিয়েও প্রায়ই অনেকের প্রশ্নের জবাব দিতে হয় বুমরাকে। জানালেন শৈশবে অন্য সবার মতো ছকে বাঁধা কোচিং করার সুযোগ হয়নি তার। সবটাই টিভিতে খেলা দেখে নিজে নিজেই শিখেছেন তিনি, 'আমি সেভাবে প্রথাগত কোচিং পাইনি, কোনো ট্রেনিং ক্যাম্প করিনি। আজ পর্যন্ত যাই শিখেছি, সবই নিজে নিজে, ভিডিও বা টিভিতে খেলা দেখে।'

আর অ্যাকশনে বিচিত্র ভঙ্গি থাকায় চোটের শঙ্কাও থাকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে