শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ড্রয়ে শেষ চ্যাম্পিয়ন রিয়ালের

ক্রীড়া ডেস্ক
  ২১ জুলাই ২০২০, ০০:০০

স্প্যানিশ লা লিগার শেষ ম্যাচে এসে টানা জয়ের সাফল্য ধরে রাখতে পারেনি লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুবার এগিয়ে গিয়েও জিততে পারল না তারা। উজ্জীবিত পারফরম্যান্সে লিগ চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে লেগানেস। অবশ্য ফেভারিটদের বিপক্ষে এমন ড্রয়ের পরও অবনমনের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। রোববার রাতে লেগানেসের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। অবশ্য ড্র করেও লেগানেস নিজেদের অবনমন ঠেকাতে পারেনি। এর ফলে স্প্যানিশ শীর্ষ লিগ থেকে অবনমিত হয়ে গেল মাদ্রিদভিত্তিক ক্লাব লেগানেস। ২০১৬ সালে প্রথমবার লা লিগায় উন্নীত হওয়ার পর এবারই প্রথম তাদের অনবমন ঘটল। আর রিয়াল মাদ্রিদ ৮৭ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম শেষ করল। একই সঙ্গে ড্র করায় তাদের টানা ১০ ম্যাচ জয়ের ধারাতেও ছেদ পড়ল। টেবিলে বার্সেলোনার চেয়ে রিয়ালের পয়েন্টের ব্যবধান থাকল ৫। ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করা ম্যাচটি থেকে অনেক পরিবর্তন এনেছিলেন জিদান। তিন দিন আগে ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা জেতা ম্যাচের দলে সাতটি পরিবর্তন এনে খেলতে নামে রিয়াল। শুরুতে সার্জিও রামোসের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ব্রায়ান গিল। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কো আসেনসিওর গোলে সফরকারীরা আবার এগিয়ে যাওয়ার পর লেগানেস ফের সমতায় ফেরে রজার আসালের গোলে। দুই মৌসুম পর লিগ শিরোপা ঘরে তোলা রিয়াল ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত। প্রায় ৩০ গজ দূর থেকে ফেদে ভালভেরদের নেওয়া জোরালো শট বাঁক খেয়ে জালে ঢুকতে যাচ্ছিল। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। ৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন সার্জিও রামোস। তবে এই অগ্রগামিতা বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধে বিরতির কাছাকাছি সময়েই ব্রায়ান গিলের গোলে সমতা ফেরায় লেগানেস। দ্বিতীয়ার্ধের শুরুতে আসেনসিওর গোল রিয়ালকে আবার এগিয়ে দিলেও ৭৮ মিনিটে ফের লেগানেসকে সমতায় ফেরান আসালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে