শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেনেগাল নাকি কলম্বিয়া?

ক্রীড়া ডেস্ক
  ২৮ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৮ জুন ২০১৮, ১০:৩৬
অনুশীলনে কলম্বিয়ান ফুটবলাররা। আজ সেনেগালের বিপক্ষে জয় না পেলে বিশ্বকাপের শেষ ষোলো খেলার স্বপ্ন ভেস্তে যেতে পারে হোসে পেকারম্যানের শিষ্যদের Ñওয়েবসাইট

রাশিয়া বিশ্বকাপের গ্রæপ পবের্র সব হিসাব-নিকাশ সম্পন্ন হবে আজ রাতে। শুরুটা যেমন চমকপ্রদ ছিল শেষটাতেও পাওয়া যাবে তেমনি এক আমেজ। ‘এইচ’ গ্রæপ থেকে শেষ ষোলো নিশ্চিত করার মিশন নিয়ে মুখোমুখি হচ্ছে সেনেগাল আর কলম্বিয়া। ‘লায়ন্স অব তেরাঙ্গা’খ্যাত আফ্রিকার দল সেনেগাল কিছুটা এগিয়ে থাকলেও সুযোগ রয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি কলম্বিয়ারও।

২০০২ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত। সেনেগাল উঠে গেল কোয়াটার্র ফাইনালে। ১৬ বছর পর দ্বিতীয়বার সুযোগ পেয়ে আবারও নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে তারা। রাশিয়া বিশ্বকাপে কতদূর এগোতে পারবে দলটি, সেটা অবশ্য কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচের ওপর নিভর্র করছে। শেষ ষোলো নিশ্চিত করতে সামারায় একটা ভালো পারফরম্যান্স উপহার দিতে হবে সেনেগালকে।

প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে সেনেগাল। অথচ ওই ম্যাচে সাদিও মানে আর মুসা ওয়াগুর গোলে দুবার লিড নিয়েছিল দলটি। কিন্তু তাদের রক্ষণের দুবর্লতার কারণে শেষতক ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আফ্রিকার প্রতিনিধিদের। ম্যাচ শেষে দলীয় কোচ আলিয়ু সিসে হতাশা প্রকাশ করে বলেছিলেন, ‘সত্যি বলতে, আমরা ভালো ছিলাম না।’ জাপান আর কলম্বিয়া শক্তির পাথর্ক্য ভালোই জানা আছে তার। রদ্রিগেজ-ফ্যালকাওদের মুখোমুখি হওয়ার আগে তাই রক্ষণে জোর দিচ্ছেন সিসে। না হয়, কলম্বিয়ার শক্তিশালী আক্রমণভাগ বিধ্বস্ত করে দিতে পারে তাদের।

অবশ্য সেনেগালের মাঝমাঠ আর আক্রমণভাগও যথেষ্ট শক্তিশালী। লিভারপুল তারকা মানেকে ঘিরে পরিকল্পনা সাজান সিসে। ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারের ফমর্ আশা দেখাচ্ছে গোটা সেনেগালকে। কলম্বিয়ার বিপক্ষে তার কাছ থেকে একটু বেশিই চাইছেন দলীয় কোচ, ‘সাদিও মানের মতো খেলোয়াড়ের কাছে অনেক প্রত্যাশা থাকে। সে আরও ভালো করতে পারে। পোল্যান্ডের বিপক্ষে সে ভালো খেলেছে। আশা করি, কলম্বিয়ার বিপক্ষেও আরও ভালো খেলবে।’

জাপানের কাছে হেরে টুনাের্মন্ট শুরু করলেও ইয়েরি মিনা, ফ্যালকাও আর হুয়ান কুয়াদ্রাদোর গোলে পোল্যান্ডকে উড়িয়ে দেয়ার পর আত্মবিশ্বাসটা এখন তুঙ্গে কলম্বিয়ার। কলম্বিয়া সেনেগালকে হারানোর মিশন নিয়েই নামবে হোসে পেকারম্যান ব্রিগেড। আপাতত এই ম্যাচ নিয়েই ভাবছেন গোলরক্ষক ওসপিনা, ‘আমরা এখনও গ্রæপের তিন নাম্বার দল। এই ম্যাচ যদি জিততে না পারি তবে বাড়ি ফিরে যেতে হবে। কাজেই আমাদের সব মনোযোগ এখন সেনেগালের দিকে।’

গ্রæপ পবের্র বৈতরণী পার হওয়ার পর শেষ ষোলোতে কলম্বিয়াকে খেলতে হবে ইংল্যান্ড অথবা বেলজিয়ামের বিপক্ষে। ওসপিনা জানিয়েছেন, প্রতিপক্ষ যে দলই হোক, সেটা নিয়ে এখন ভাবছেন না তারা, ‘আমরা পরবতীর্ রাউন্ড নিয়ে ভাবছি না।’

সেনেগালের বিপক্ষে কলম্বিয়ার তুরুপের তাস হবেন ফ্যালকাও। ওসপিনা মনে করছেন, আজও জ্বলে ওঠবেন তার সতীথর্, ‘ফ্যালকাও অনেক উঁচু মানের একজন স্ট্রাইকার। আমি মনে করি, ও সেটা প্রমাণ করছে। প্রধান ফরোয়াডর্ হিসেবে গোল করাটা গুরুত্বপূণর্। এখন চাপটাও খুব বেশি নয়। আশা করি, ফ্যালকাও এবং আমাদের দল সামনে এগিয়ে যাবে।’

দুই দলের সবের্শষ এবং একমাত্র সাক্ষাৎ ২০১৪ সালের প্রীতি ম্যাচে। প্রথমাধের্ই ২-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। কিন্তু দ্বিতীয়াধের্ দুই গোল শোধ করে ফেলে সেনেগাল। দেখা যাক, সামারায় আজ শেষ হাসিটা কার মুখে শোভা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে