শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মারিয়াদের লেবানন পরীক্ষা আজ

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
বাংলাদেশের মেয়েদের প্রস্তুতি চলছে জোরেশোরে। এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবের্ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী লেবাননের মুখোমুখি হবে তারা Ñবাফুফে

এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবের্ শুরুটা দুদার্ন্ত হয়েছে বাংলাদেশের। বাহরাইনকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে মারিয়া মান্দার দল। এবার তাদের সামনে কঠিন পরীক্ষা। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ১১টায় স্বাগতিকদের প্রতিপক্ষ যে শক্তিধর লেবানন, আগের দুই ম্যাচে যারা প্রতিপক্ষ উড়িয়ে দিয়েছে। এতেও অবশ্য আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের দলের লক্ষ্য গ্রæপ চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্য পূরণে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় তারা। স্বাভাবিকভাবেই আজ লেবাননের বিপক্ষেও তিন পয়েন্ট ছিনিয়ে নিতে মাঠে নামবে স্বাগতিক মেয়েরা।

নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১০-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এই জয়ে যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে পড়ে তারা, সেদিকে কড়া নজর রাখছেন দলের কোচ ছোটন। আজকের ম্যাচেও তাই নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে শিষ্যদের নিদের্শ দিয়েছেন তিনি। লেবাননের বিপক্ষে ম্যাচ সম্পকের্ ছোটন বলেছেন, ‘আমরা আমাদের প্রাথমিক লক্ষ্যে সফল হয়েছি। মেয়েদের যে নিদের্শনা দিয়েছিলাম সে অনুযায়ীই তারা প্রথম ম্যাচে পারফমর্ করেছে। আমাদের মূল লক্ষ্য গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে পরবতীর্ রাউন্ডে খেলা। আর সে কারণেই আগামীকাল (আজ) আমরা লেবাননের বিপক্ষে আরও ভালো একটি ম্যাচ উপহার দিতে চাই।’

বাংলাদেশকে সমীহ করছে গ্রæপের সবগুলো দলই। তবে কোচ ছোটনও প্রতিপক্ষ কোনো দলকেই ছোট করে দেখছেন না। তার কথায়, ‘মেয়েদের ফুটবলের চচার্ এখন সব দেশেই হচ্ছে। এখানে যারা খেলতে এসেছে তারা কেউই সহজ প্রতিপক্ষ নয়। নিজেদের ঘরে খেলা আমাদের একটাই লক্ষ্য থাকবে ভালো খেলা উপহার দেয়া। তিন পয়েন্ট পেতে হলে আমাদের নিজেদের সেরাটই খেলতে হবে।’

গ্রæপ পবের্ (এফ গ্রæপ) এবার বাংলাদেশ একটি মাত্র ম্যাচই খেলেছে। অন্যদিকে লেবানন খেলেছে দুটি ম্যাচ। দুই ম্যাচেই তারা তিন পয়েন্ট করে অজর্ন করে বতর্মানে গ্রæপ শীষের্ অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বাহরাইনকে হারায় ৮-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬-৩ গোলে হারায় দলটি। সেই হিসেবে লেবাননের থেকে বাংলাদেশকে শক্তিধর বলাই চলে। কারণ তারা বাহরাইনকে হারিয়েছে ১০-০ গোলের ব্যবধানে। যদি অফ সাইডের কারণে গোল না বাতিল হতো তাহলে সেই ব্যবধানটা দঁাড়াতে পারত ১৫-০ তে!

তবে ফুটবলে কোনো কিছুই অসম্ভব না। পচা শামুকেও অনেক সময় পা কাটে। তাই সাবধানী ছোটন প্রতিপক্ষ যেই হোক তাদের কঠিন প্রতিপক্ষ মেনে নিয়ে নিজেদের সেরা পারফরম্যান্সের দীক্ষাই দিয়েছেন শিষ্যদের।

দলীয় অধিনায়ক মারিয়া মান্দা বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচে দশর্করা এসে যে বিপুল উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, সেই কারণেই আমরা ভালো ফুটবল খেলতে উদ্বুদ্ধ হয়েছি। আমাদের নিজেদের ঘরে ম্যাচ। লেবাননের বিপক্ষের ম্যাচে আরও বেশি দশর্ক এসে আমাদের সমথর্ন জানাবেন এটাই আমাদের প্রত্যাশা। আমাদের চেষ্টা থাকবে কোচের নিদের্শনা অনুসরণ করে ভালো ফুটবল উপহার দেয়ার।’

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর সাড়ে তিনটায় বাহরাইনের মুখোমুখি হবে ভিয়েতনাম। দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে পয়েন্টশূন্য বাহরাইন আছে তলানিতে। অন্যদিকে ভিয়েতনাম খেলেছে একটি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে হারায় তারা। তাদেরও বাংলাদেশের সমান ৩ পয়েন্ট। তবে গোলগড়ে পিছিয়ে থাকায় ৫ দলের মধ্যে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। তবে গ্রæপে সবথেকে শক্তিধর দল মনে করা হচ্ছে এই ভিয়েতনামকেই, পরবতীের্ত যাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13187 and publish = 1 order by id desc limit 3' at line 1