শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুগ্ধতা ছড়াচ্ছেন এমবাপে

ক্রীড়া ডেস্ক
  ০২ জুলাই ২০১৮, ০০:০০
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গাটা নিতে যাচ্ছেন তিনি। আজেির্ন্টনার বিপক্ষে জোড়া গোলে যেন এই বাতার্ দিয়ে রাখলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে Ñওয়েবসাইট

বয়স মাত্র ১৯। শনিবার রাতে বল পায়ে এই তরুণই আজেির্ন্টনাকে রীতিমতো ‘খুন’ করলেন। কিলিয়ান এমবাপের জোড়া গোলের অনন্য পারফরম্যান্সে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো সময়ের অন্যতম সেরা লিওনেল মেসিকে। শক্তি আর গতিতে অনন্য এমবাপে রাশিয়া বিশ্বকাপে ম্যাচের পর ম্যাচ মুগ্ধতা ছড়াচ্ছেন। ফুটবল সম্রাট ব্রাজিলের পেলে, ফুটবল ঈশ্বর আজেির্ন্টনার ডিয়েগো ম্যারাডোনারাও তাকে ভাসিয়েছেন প্রশংসায়। সতীথের্ক এমন রূপে দেখে মুগ্ধ আতোয়ান গ্রিজমানও।

ফরাসি সৌরভ ছড়ানো এমবাপের কাছে কেবল হারেনইনি, মেসি নিজে চারটি বিশ্বকাপ খেলে যা করতে পারেননি, এমবাপে এদিন সেটিই করে দেখিয়েছেন। কেবল মেসিই নয়, এমবাপের সেই কীতির্ বিশ্বকাপে নেই গ্রহের অপর সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোরও। কীতির্টা আর কিছুই নয়। বিশ্বকাপের নকআউট পবের্ কখনই গোল পাননি মেসি-রোনালদো। কিন্তু শনিবার এমবাপে করলেন জোড়া গোল। সেটিও জীবনের প্রথম বিশ্বকাপের নকআউট পবের্র ম্যাচে। সেটিও আবার পঁাচ মিনিটের ব্যবধানে।

আজেির্ন্টনার বিপক্ষে শনিবারের ম্যাচজুড়ে নিজের দুরন্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়ান এমবাপে। শুরুতেই তরুণ পিএসজি ফরোয়াডের্ক থামাতে নিজেদের বক্সে মাকোর্স রোহো ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন গ্রিজমান। বিরতির পর পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ফ্রান্সকে জয়ের পথে নিয়ে যান এমবাপে। গ্রæপ পবের্ ছন্দহীন ফুটবলের জন্য সমথর্কদের দুয়ো শোনা ফ্রান্সের খেলায় উন্নতি খুঁজে পাচ্ছেন গ্রিজমান, ‘পেনাল্টিতে গোলরক্ষককে বিভ্রান্ত করতে পেরে আমি ভাগ্যবান। কিলিয়ানকে তার পারফরম্যান্সের জন্য আমি অভিনন্দন জানাতে চাই। এই পযাের্য় সবাই ভালো। আমাদের এখনই একটা ভালো দল আছে। কিন্তু আমরা আমাদের খেলায় উন্নতি করেছি। আমি আশা করি এটা ২০১৬ সালের ইউরোর মতো হবে।’

এমবাপে কত দূর যেতে পারবেন, তা তো ভবিষ্যৎই বলে দেবে। তবে শনিবার শুধু মেসি-রোনালদোকেই তিনি পেছনে ফেলেননি, ভাগ বসিয়েছেন কিংবদন্তি পেলের রেকডের্ও। বিশ্বকাপের এক ম্যাচে এত কম বয়সে জোড়া গোল করার কীতির্ আছে কেবল পেলের। পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করা ১৯ বছর বয়সী সতীথের্র সামথ্যের্ বিশ্বাস রাখছেন গ্রিজম্যান, ‘কিলিয়ানের গতি ও শক্তি দুই আছে- সে আজেির্ন্টনার বিপক্ষে ছিল অসাধারণ। এই পযাের্য় থাকলে শেষ পযর্ন্ত ভালো করবে কিলিয়ান।’

গ্রæপ পবের্র তিন ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করতে ব্যথর্ হয়েছিলেন গ্রিজম্যান। কিন্তু নকআউট পবের্ প্রথম ম্যাচে নিজেকে দারুণভাবে ফিরে পাওয়ায় সন্তুষ্ট আটলেটিকো মাদ্রিদের এই ফরোয়াডর্, ‘আমি খুব খুশি। যেমনটা আমি বলেছিলাম, আমি আগের চেয়ে ভালো করছি। আমি এমন ম্যাচ খেলতে খুবই ভালোবাসি। অনেক জায়গা ছিল। তাই এটা আমাদের জন্য তুলনামূলক সহজ ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে