বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
সংবাদ সংক্ষপে

অ্যান্ডারসনকে হটিয়ে

দুই নম্বরে কামিন্স

ক্রীড়া ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স দেখান প্যাট কামিন্স। তাতে সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতে নেন অস্ট্রেলিয়ার এই ডানহাতি পেসার। এবার আরেকটি পুরস্কার পেলেন কামিন্স। আইসিসির টেস্ট বোলার র‌্যাংকিংয়ে জিমি অ্যান্ডারসকে পেছনে ফেলে দুই নম্বরে ওঠে এসেছেন তিনি।

৮৭৮ র‌্যাংকিং পয়েন্ট কামিন্সের। ইংল্যান্ডের অ্যান্ডারসনের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে তিনি। আর শীষের্ থাকা কাগিসো রাবাদার চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে আছেন অজি পেসার। উন্নতি হয়েছে তার সতীথর্ বঁাহাতি পেসার মিচেল স্টাকের্ও। সিরিজের দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে নেয়ায় তিনি এগিয়েছেন দশ ধাপ। ওঠে এসেছেন ১৫ নম্বরে।

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্ট জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দুটি টেস্টেই দারুণ বোলিং করেছেন কেমার রোচ, জেসন হোল্ডার আর শ্যানন গ্যাব্রিয়েল। তাদেরও উন্নতি হয়েছে। ১৯৯৬ সালের পর এরূপ্রথম সেরা ১২-তে তিনজন ক্যারিবীয় পেসার জায়গা পেলেন- হোল্ডার (ষষ্ঠ), গ্যাব্রিয়েল (১১তম) ও রোচ (১২তম)। সেবার কাটির্ল অ্যামব্রোস (প্রথম), কোটির্ন ওয়ালশ (পঞ্চম), ইয়ান বিশপ (সপ্তম) ও কেনি বেঞ্জামিন (১২তম) ছিলেন সেরা ১২-তে।

আর সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় যথারীতি শীষের্ আছেন বিরাট কোহলি। কেন উইলিয়ামসন দ্বিতীয় ও চেতেশ্বর পূজারা তৃতীয় স্থানে রয়েছেন। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীষর্ স্থান ধরে রেখেছেন হোল্ডার। দুই নম্বরে আছেন সাকিব আল হাসান।

ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন হ্যাজাডর্

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ক্লাব চেলসিতে থাকবেন, নাকি অন্যত্র চলে যাবেন ইডেন হ্যাজাডর্Ñ এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। সেই আলোচনার ফঁাকেই নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলার কথা জানিয়েছেন বেলজিক তারকা। তবে ভবিষ্যৎ ভাবনায় কি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

রাশিয়া বিশ্বকাপ শেষে হ্যাজাডর্ জানিয়েছিলেন, চেলসি ছাড়তে চান। তারপর থেকেই শোনা যায় বøুজ তারকাকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। হ্যাজাডর্ নিজেও আগ্রহী সেখানে যেতে। রিয়ালকে তো নিজের ‘স্বপ্নের’ ঘর বলেই উল্লেখ করেছেন তিনি। রিয়াল এবং তাকে জড়িয়ে যতবারই খবর বের হয়েছে, কোনোবারই তা অস্বীকার করেননি হ্যাজাডর্। স¤প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল, চেলসি ছেড়ে কোথাও গেলে বানার্ব্যু কি আপনার পছন্দে থাকবে? উত্তরে হ্যাজাডর্ বলেছিলেন, ‘কেন নয়’।

কিন্তু হ্যাজাডের্ক নিয়ে আথির্ক বিষয়ে এখনো সমঝোতায় পেঁৗছাতে পারেনি রিয়াল আর চেলসি। ইংলিশ ক্লাবটির সঙ্গে ২০২০ পযর্ন্ত চুক্তি আছে হ্যাজাডের্র। ওই চুক্তির মেয়াদ তিনি বাড়াবেন কি না, সেটা এখনো পরিষ্কার নয়। চলতি মৌসুমের শুরুতে ইএসপিএন জানায়, সাপ্তাহিক ২ লাখ ৯০ হাজার পাউন্ডে দীঘের্ময়াদি চুক্তির জন্য দেয়া চেলসির প্রস্তাবে রাজি হননি হ্যাজাডর্। এরমধ্যেই এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানি, আসলে আমি কি করতে যাচ্ছি। এই ব্যাপারে আমি সিদ্ধান্তও নিয়ে ফেলেছি।’

২০১২ সালের গ্রীষ্মে চেলসিতে যোগ দেন হ্যাজাডর্। বøুজদের জাসিের্ত এখন পযর্ন্ত দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা ও একটি এফএ কাপ জিতেছেন। লন্ডনের অভিজাতদের হয়ে আরও একটি শিরোপা জেতার সুযোগ আছে হ্যাজাডের্র সামনে। আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের (কারাবাও কাপ) ফাইনালে খেলবে চেলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<35550 and publish = 1 order by id desc limit 3' at line 1