শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যায়যায়দিন বিশ্বকাপ কুইজ বিজয়ীরা পুরস্কৃত

নতুনধারা
  ১২ জানুয়ারি ২০২০, ০০:০০
যায়যায়দিন বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্সেলের পুরস্কার গ্রহণ করছেন প্রথম বিজয়ী -যাযাদি

ক্রীড়া প্রতিবেদক

গত বছর ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। ক্রিকেটের এই বিশ্ব আসরকে ঘিরে বাংলাদেশেও ছিল ক্রিকেটীয় উন্মাদনা। সেই উন্মাদনার অংশ হিসেবে বিশ্বকাপ চলাকালীন প্রায় দেড় মাস দৈনিক যায়যায়দিন পত্রিকার খেলার পাতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দেশের স্বনামধন্য শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান মার্সেল, আজুবা ইলেকট্রনিক্স ও উইনম্যাক্স মোবাইল কোম্পানি এই কুইজের পৃষ্ঠপোষকতা করেছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ যায়যায়দিন পাঠক কুইজে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে থেকেই লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয় বিজয়ীদের নাম।

যায়যায়দিন বিশ্বকাপ কুইজের বিজয়ীদের গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। ঢাকার তেজগাঁওস্থ লাভরোডে দৈনিক যায়যায়দিন ভবনের সম্মেলনকক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশের খ্যাতিমান ফুটবল তারকা কায়সার হামিদ, জাতীয় ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় এনায়েত উলস্নাহ খান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক হুমায়ন কবীর, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর (হেড অফ সার্ভিস) মুজাহিদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার আরজু হোসাইন। আজুবা ইলেকট্রনিক্স লি: এর ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সিনিয়র ম্যানেজার কর্পোরেট সেলস এএসএম জাকির হোসাইন খান, উইনম্যাক্স মোবাইলের হেড অব সেলস সাহেদ শেখ রাহাদ, সিনিয়র একাউন্ট্যান্ট এস এম মইনুল হোসেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের সহকারী সম্পাদক সালাম সালেহউদ্দীন, বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক নেতা সোহেল হায়দার চৌধুরী, প্রধান প্রতিবেদক একেএম সাখাওয়াত হোসেন, সহকারী ব্যবস্থাপক প্রশাসন মো. ইকবাল হোসেন, উপব্যবস্থাপক বিজ্ঞাপন মো. ইব্রাহিম খলিল স্বপন, ডেপুটি ম্যানেজার মো. নুরুল হক ও সিনিয়র হিসাবরক্ষক মো. রইছ উদ্দিন আহমেদ, স্পোর্টস ইনচার্জ আমিনুল ইসলাম লিটন ও ক্রীড়া প্রতিবেদক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84054 and publish = 1 order by id desc limit 3' at line 1