logo
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৬ ফাল্গুন ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সৌম্য সরকার

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। আগামী ২৬ ফেব্রম্নয়ারি শুরু করবেন দ্বিতীয় ইনিংস। কনে আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতেই শুরু করতে যাচ্ছেন সংসার জীবন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সৌম্যর পৈতৃক বাড়ি সাতক্ষীরায়।

হবু বউয়ের নাম এখনই প্রকাশ্যে আনতে চান না সৌম্য। তিনি বলেন, '২৬ ফেব্রম্নয়ারি তার গায়েহলুদ। আর ২৮ ফেব্রম্নয়ারি বিয়ের অনুষ্ঠান হবে। কনের নাম এখনই বলতে চাই না। দুই-তিন দিনের মধ্যেই বিয়ের কার্ড নিয়ে বিসিবিতে এসে আপনাদের সামনে হাজির হবো। তখনই বিস্তারিত জানতে পারবেন।'

পাত্রী খুলনার মেয়ে। বর্তমানে তিনি পড়াশোনা করছেন বলে জানিয়েছেন সৌম্য সরকার। সৌম্যের গ্রামের বাড়িতেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান।

জাতীয় দলের প্রায় সব তারকাই বিয়ের কাজটা সেরে ফেলেছেন। গত বছর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ। অপেক্ষায় ছিলেন সৌম্য সরকার। মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন আরও আগে থেকেই। অবশেষে শুভ কাজ সেরে ফেলতে যাচ্ছেন স্টাইলিশ এ ব্যাটসম্যান।

সৌম্য বলেন, 'টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে এবং টি২০ সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে