বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওয়ালটনের সুদৃশ্য প্যাভিলিয়ন

যাযাদি রিপোটর্
  ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০০
বাণিজ্যমেলায় ওয়ালটনের গ্রিন টেকনোলজিতে সুদৃশ্য প্রিমিয়ার প্যাভিলিয়ন

৯ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তজাির্তক বাণিজ্যমেলা-২০১৯। এবারের মেলাতেও ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত প্রযুক্তি পণ্য প্রদশর্ন ও বিক্রি করতে তিনতলা বিশিষ্ট সুদৃশ্য প্রিমিয়ার প্যাভিলিয়ন তৈরি করছে ওয়ালটন। প্যাভিলিয়ন নিমাের্ণ অনুসরণ করা হয়েছে গ্রিন টেকনোলজি মেথড। ভিতরে থাকছে সুদৃশ্য মূর‌্যালচিত্র। আরও থাকছে ৯৮ ইঞ্চির বড় পদার্র এলইডি টিভি। সবাির্ধক সংখ্যক মডেল এবং লেটেস্ট প্রযুক্তি পণ্য নিয়ে মেলার অন্যতম প্রধান আকষর্ণ হতে যাচ্ছে ওয়ালটনের প্যাভিলিয়ন।

তিনতলা প্যাভিলিয়নের প্রবেশদ্বারের ডিজাইনে থাকছে নান্দনিক টেরাকোটা। প্রথম তলায় প্রদশর্ন ও বিক্রির জন্য থাকছে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, ইন্ডাকশন কুকার, বেøন্ডার, গ্যাসস্টোভ, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রিক সুইস-সকেট, এসিড লেড রিচাজের্বল ব্যাটারিসহ কয়েক শতাধিক মডেলের বিশ্বমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস। আরও থাকছে হেল্প ডেস্ক। দ্বিতীয় তলায় থাকছে মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ডিভাইস অ্যান্ড এক্সেসরিজ, লিফট, কম্প্রেসার, জেনারেটরসহ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস। তৃতীয় তলায় থাকছে সুবিশাল স্টোর।

বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নিবার্হী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, এবার কিছু চমক থাকছে। প্যাভিলিয়নের ভিতরে থাকছে দেশের ইলেকট্রনিক্স শিল্পখাতের পথিকৃৎ এসএম নজরুল ইসলামের মূর‌্যালচিত্র। আরও থাকছে ৯৮ ইঞ্চির বড় পদার্র এলইডি টিভি। যেখানে ওয়ালটন পণ্যের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং করপোরেট ডক্যুমেন্টারি প্রদশির্ত হবে। এতে করে, মেলায় আগত ক্রেতা-দশর্ণাথীর্রা ওয়ালটন পণ্যের উৎপাদন সম্পকের্ বাস্তব জ্ঞান পাবেন।

বিপুল পরিমাণ ক্রেতা, দশর্ণাথীর্র চাপ মোকাবেলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অধিক জোর দিয়েছে ওয়ালটন। কাঠামো নিমার্ণ, অভ্যন্তরীণ সাজসজ্জায়, বৈদ্যুতিক সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়েছে ফায়ার রেসিস্ট্যান্ট ক্যাবলস, স্টিলের কাঠামো, এসিপি (অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল) বোডর্, গøাস ইত্যাদি। প্যাভিলিয়নের বিভিন্ন ফ্লোরে যাতায়াতের জন্য থাকছে সুপরিসর লিফট। ওয়ালটনের তৈরি এই লিফট প্রদশর্ন ও বিক্রিও করা হবে।

প্রকৌশলী শাদী মোহাম্মদ রুম্মান জানান, ৭ হাজার ৫শ বগর্ফুট আয়তনে দৃষ্টিনন্দন ওয়ালটন প্যাভিলিয়নের নিমার্ণ কাজে অনুসরণ করা হয়েছে গ্রিন টেকনোলজি মেথড। মেলা শেষে এসব ম্যাটেরিয়ালস দীঘর্স্থায়ী কাঠামো নিমাের্ণও কাজে লাগবে। স্টিল ও এসিপি বোডর্গুলোর ৯০ শতাংশই পরবতীের্ত ব্যবহারযোগ্য। ইন্টেরিয়র ডেকোরেশনে ব্যবহার করা হচ্ছে ফায়ার রেসিস্ট্যান্ট এসিপি (অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল), গøাস এবং স্টিলের ফ্রেম। প্যাভিলিয়নে বাইরে থাকছে সবুজের সমারোহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<30371 and publish = 1 order by id desc limit 3' at line 1