শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটে ডোমেইন সংখ্যা ৩৩ কোটি ছাড়িয়েছে

যাযাদি ডেস্ক
  ২৩ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৩ জুন ২০১৮, ১২:১৭

ওয়েবসাইট চালু করতে প্রয়োজন পড়ে ডোমেইন নামের। নিদির্ষ্ট ডোমেইন নামের অধীনেই চালু করা হয় ওয়েবসাইট। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মাচর্) প্রায় ১৪ লাখ ডোমেইন নাম নিবন্ধন করা হয়েছে। ফলে টপ-লেভেল ডোমেইনের (টিএলডি) মোট সংখ্যা ৩৩ কোটি ৩৮ লাখে পৌঁছেছে। ডোমেইন নাম সরবরাহকারী ও ইন্টারনেট নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিসাইন এ তথ্য প্রকাশ করেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সাভির্স।

ভেরিসাইনের তথ্যানুযায়ী, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে ‘ডটকম’ এবং ‘ডটনেট’ টিএলডি মিলিয়ে নিবন্ধিত মোট ডোমেইন সংখ্যা ১৪ কোটি ৮৩ লাখে পেঁৗছেছে, যা ২০১৭ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় ১৯ লাখ বেশি। এক বছর আগের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ডটকম ও ডটনেটে মোট ডোমেইন নিবন্ধন বেড়েছে ৪৬ লাখ। ২০১৮ সালের ৩১ মাচর্ পযর্ন্ত মোট নিবন্ধিত ডটকম ডোমেইনের সংখ্যা প্রায় ১৩ কোটি ৩৯ লাখে পেঁৗছায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে