শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবিলায় ১৫ কোটি টাকা দিচ্ছে বেক্সিমকো

যাযাদি রিপোর্ট
  ০১ এপ্রিল ২০২০, ০০:০০

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের দুই ধাপে ১৫ কোটি টাকার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), ওষুধ ও টেস্ট কিট দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

শনিবার রাজধানীর একটি হোটেলে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান প্রথম ধাপের উপকরণ নির্ধারিত হাসপাতালের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন, যারা করোনা শনাক্তের পরীক্ষাকেন্দ্র ও আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত। অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) প্রতিনিধি বর্দন জং রানা, আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেক্সিমকো গ্রম্নপ।

বেক্সিমকো ফার্মা জানায়, তারা বিদেশ থেকে আমদানি করা উচ্চমানের টিওয়াইভিইকে প্রোটেকটিভ কভারওয়ালা মুখবন্ধনী, গস্নাভস, সুরক্ষিত চশমাসহ পিপিই দুই ধাপে বিতরণ করবে। প্রথম ধাপে দুই পরীক্ষাকেন্দ্র আইইডিসিআর ও আইসিডিডিআরবি এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা, কমলাপুর রেলওয়ে, নয়াবাজার মহানগর, মিরপুর বিএভিএস মেটারনিটি, কামরাঙ্গীরচর ৩১ শয্যা, আমিনবাজার ২০ শয্যা, জিঞ্জিরা ২০ শয্যা ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পিপিই দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে দেশের ১৫০টির বেশি শীর্ষস্থানীয় হাসপাতালে পিপিই সরবরাহ করবে বেক্সিমকো ফার্মা।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বেক্সিমকো গ্রম্নপের চেয়ারম্যান এএসএফ রহমান বলেন, 'যেকোনো ধরনের জাতীয় দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিতে বেক্সিমকো গ্রম্নপ সব সময়ই বদ্ধপরিকর। কোভিড-১৯ রোগের বিস্তার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যখন বিশ্বের প্রায় প্রতিটি দেশই আক্রান্ত হচ্ছে, তখন এই মহামারির প্রভাব মোকাবিলায় আমরাও এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রম্নপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, 'বাংলাদেশের করপোরেট খাত তাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ভীষণভাবে সচেতন। এ ধরনের যেকোনো সংকট মোকাবিলায় তারা সব সময়ই জাতীয় উদ্যোগে শামিল হয়েছে। সরকারি ও বেসরকারি খাত উভয়কে সম্পৃক্ত করে সব দিক থেকে এই যুদ্ধে লড়তে হবে।'

সালমান এফ রহমান বলেন, 'আমি বিশ্বাস করি বেক্সিমকো গ্রম্নপের এই উদ্যোগ অন্য ছোট-বড় প্রতিষ্ঠানগুলোকেও তাদের সাধ্যমতো এই সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94831 and publish = 1 order by id desc limit 3' at line 1