মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শিবচরে গম চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:৫০
শিবচরে গম চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা
শিবচরে গম চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

কম খরচে অধিক লাভ হওয়ায় মাদারীপুর শিবচরের গম চাষে আগ্রহ বাড়ছে এলাকার কৃষদের। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গম চাষ করা হয়েছে। গমের বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার গমের বাম্পার ফলন পাবে বলে মনে করছেন অভিজ্ঞরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে উপজেলার ১৫৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং গম চাষ হয়েছে ১৬৫০ হেক্টর জমিতে। গম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গম চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে গম চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বন্দোরখোলা এলকার গম চাষি সিরাজ উদ্দিন বলেন, ‘প্রতি বছর আমি তিন বিঘা জমিতে গম আবাদ করে আসছি। ধানের চেয়ে খরচ কম করে দ্বিগুণ গম উৎপাদন করা যায়। অনেক আশা করে জমি প্রস্তুত করে গমের বীজ রোপণ করেছি। আশা করছি এবছর গমের ভাল ফলন হবে। ভাল ফলন পেলে পরিবার পরিজনদের নিয়ে সুখে থাকতে পারবো।‘

কুতুবপুর এলাকার কৃষক মতিয়ার রহমান বলেন, এলাকার যেসব জমিতে আগে বোরোচাষ করা হতো সেই জমিগুলোতেই আমরা এবার গম চাষ করছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি। অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু গমের উৎপাদন খরচ যেমন কম দামও অনেক বেশি থাকে। এ জন্য আমরা গম চাষে এবার ঝুঁকে পড়েছি।

উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সোহাগ হাসান বলেন, এবার গত বছরের তুলনায় আমাদের এলাকায় গমের আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি গমের বাম্পার ফলন হবে এবং নিয়মিত কৃষকদের পর্যবেক্ষণ পরামর্শ দিয়ে আসছি।

উপজেলার চরজানাজাত ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা বলেন, এলাকার কৃষকরা যাতে গম যথাযথভাবে স্বল্প খরচে উচ্চ ফলনশীল গম উৎপাদন করতে পারেন এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের কাছে গিয়ে পরামর্শ দিচ্ছি। বিভিন্ন রোগবালাই থেকে গমকে মুক্ত রাখতেও পরিমিত পরিমাণ ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার গমের আবাদ অনেক বেশি হয়েছে। গম চাষের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো তাও ছাড়িয়ে গেছে। আমরা প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এবছর কৃষকরা গমের ভাল ফলন পাবেন।

যাযাদি/ সোহেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে