বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

কেজিতে তিন টাকা বাড়লো চিনির দাম

যাযাদি ডেস্ক
  ১১ এপ্রিল ২০২১, ২০:০৯
কেজিতে তিন টাকা বাড়লো চিনির দাম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) উৎপাদিত চিনির দাম কেজিতে বেড়েছে তিন টাকা। এখন থেকে প্যাকেটজাত প্রতিকেজি চিনি বিক্রি হবে ৬৮ টাকা কেজি দরে, যা আগে ছিল ৬৫ টাকা। পাশাপাশি মিল এলাকায় খোলা চিনি কেজিপ্রতি ৬০ থেকে বাড়িয়ে ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মাননিয়ন্ত্রণে বিএসএফআইসি’র চিনি বিক্রির কার্যক্রম সম্পর্কে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল থেকে চিনির দাম প্রতি কেজি তিন টাকা বাড়িয়েছে বিএসএফআইসি।

জানা গেছে, সরকারি ছয়টি চিনিকল এই মুহূর্তে বন্ধ রয়েছে। বাকিগুলোর উৎপাদনও সন্তোষজনক নয়। ফলে এবার রমজানকে সামনে রেখে সরকারি পর্যায়ে চিনির মজুত নেমে এসেছে ৫০ হাজার টনে। দেশে চিনির বার্ষিক চাহিদা ১৮ লাখ টন। এর মধ্যে তিন লাখ টনই লাগে রমজান মাসে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে