শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ্যাথলেটিকসে জবি শিক্ষার্থীর দুটি গোল্ড মেডেল অর্জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২১, ১৮:৪৩

আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা (২০১৯-২০) এ লং জ্যাম্প এবং ট্রিপল জ্যাম্পে গোল্ড মেডেল পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হোসাইন মোরাদ। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন মোরাদ। এসময় উপাচার্য তাঁর কৃতীত্বের সম্মান স্বরূপ বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত একটি ব্লেজার পরিয়ে দেন।

এসময় কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও শরীর চর্চা শিক্ষাকেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে