শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক আকবর

জাবি প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক রাশেদা আখতারের অনুরোধের প্রেক্ষিতে তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ -এর প্রথম সংবিধির ৮ (২) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সমাজবিজ্ঞান অনুষদের ডীন হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

উল্লেখ্য, অধ্যাপক আকবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ১৯৯৩ সালে ঐ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০১ সালে জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৭ সালে পদোন্নতি পেয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে