ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন,অবিলম্বে ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মাহবুব জুবায়ের বলেন, আমরা মানবতার পক্ষে দাঁড়িয়েছি। ফিলিস্তিনে শিশু হত্যা বন্ধ করতে হবে, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
আরেক শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম বলেন, গণহত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমরা চাই বাংলাদেশ সরকার কঠোর অবস্থান গ্রহণ করুক এবং আন্তর্জাতিক ফোরামে জোরালো প্রতিবাদ জানাবে।
যাযাদি/এস