শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিকে নৌকার প্রচারণায় রিয়াজ-তারিন-অপু-মাহি

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২১, ১১:৪৬

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মাঠে নেমেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় তাদের প্রচারণার কার্যক্রম।

প্রচারণায় অংশ নেন চলচ্চিত্র তারকা রিয়াজ, অরুণা বিশ্বাস, তারিন, তানভীন সুইটি, মীর সাব্বির, বিজরী বরকতউল্লাহ, অপু বিশ্বাস, সাইমন সাদিক, মাহিয়া মাহি প্রমুখ।

জানা যায়, শোবিজ তারকারা নিউমার্কেট মোড়, কাজীর দেউড়ি, ইস্পাহানি-জিইসি মোড়, ২ নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দারহাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় প্রচারণা চালিয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) তাদের সঙ্গে যোগ দেবেন ফেরদৌস, পূর্ণিমাসহ আরও অনেক তারকা। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এতে রেজাউল করিমের পাশাপাশি মেয়র পদে লড়বেন বিএনপি সমর্থিত ডা. শাহাদাত হোসেন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে