শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​মুক্তি পেল নিশীতা বড়ুয়ার কন্ঠে ‘আলোকের কুঞ্জবনে’

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:০৯

ছোটবেলা থেকেই গান করেন কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া। সবার নজরে আসেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে। ২০০৬ সালে এনটিভিতে প্রচারিত এ সংগীত প্রতিযোগিতায় রানার আপ হন তিনি। এবার তার কন্ঠে মুক্তি পেল আলোকের কুঞ্জবনে শিরোনামে একটি নতুন গান। বুধবার রাতে উর্বশী ফোরাম-এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

খুব বেছে বেছে গান করেন নিশীতা বড়ুয়া। গেয়েছেন কলকাতা থেকে মুক্তি পাওয়া সিনেমার গান ‘ইশক খুদা হে’ শিরোনামের গানে। চট্টগ্রামের মেয়ে, বেশ কিছু আঞ্চলিক চাঁটগাঁইয়া গানও করেছেন। গত জুলাইয়ে কণ্ঠ দিয়েছেন সুজন হাজং-এর লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ নামক গানে। আগস্টে প্লেব্যাক করেছেন ‘বিলডাকিনী’ ছবির একটি গানে।

উর্বশী গানের সিঁড়ির দ্বিতীয় সিজনে প্রথম মৌলিক গান গেয়েছেন নিশীতা বড়ুয়া। গানটির কথা লিখেছেন জহিরুল ইসলাম বাদল। সুর করেছেন হৃদয় সৈকত। গানটির মিউজিক কম্পোজ করেছেন রিয়েল আশিক। নিশীতা’র খুব পছন্দের গান এটি। গানটির শিরোনাম: আলোকের কুঞ্জবনে। ০৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উর্বশী ফোরাম-এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে