বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অমিতাভ-জয়া ২ হাজার ৯৮৩ কোটি টাকা মালিক

যাযাদি ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৩
অমিতাভ-জয়া ২ হাজার ৯৮৩ কোটি টাকা মালিক

কিছু দিন ধরে বার বার অসুস্থ্য হয়ে পড়ছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বয়স হয়েছে। তাই তিনি তার সম্পপ্তি নিয়ে নানা গুঞ্জন বাতাসে ঘুরতে থাকে। অবশেষে তিনি নিজেই তার সমাধান দিয়েছেন।

জানা যায়, এখন অভিনয়ে তেমন একটা পাওয়া যায় না অমিতাভ বচ্চন পত্নী জয়া বচ্চনকে। তাই বলে তার টাকার রোজগারের উৎস বন্ধ হয়ে যায়নি যেমন আয় করতেন বলিউডের নায়িকা থাকার সময়। সবাই জানেন এখন সারা বিশ্বেই রাজনীতিকরা ভালো টাকার রাস্তায় থাকতে পারেন যদি তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের হয়ে থাকেন। অন্তত নিদেন এমন রাজনৈতিক দলেও যে রাজনৈতিক দল বিরোধীদলের আসনে বসতে পারেন। যাদের আবার ক্ষমতাসীন দল হওয়ার সুযোগ থাকে। এমন প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই অভিনয় জীবনের এক পর্যায়ে রাজনীতিতে ভিড়ে থাকেন।

সেই তাদের একজন হিসেবেই জয়া বচ্চন রাজনীতি নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ভারতের সমাজবাদী পার্টির সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জয়া বচ্চন নিজের ও অমিতাভ বচ্চনের সম্পত্তির মোট পরিমাণ জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, ২০০৪ সাল থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করছেন জয়া বচ্চন। চলতি বছরের হলফনামায় তিনি জানিয়েছেন, সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতন, অভিনয়ের পারিশ্রমিক ইত্যাদিকে আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে জয়ার ৪০ কোটি ৯৭ লাখ রুপির গয়না রয়েছে। এ ছাড়া আছে একটি গাড়ি, যার গাড়িটির মূল্য ৯ লাখ ৮২ হাজার রুপি।

হলফনাম অনুসারে অমিতাভের রয়েছে ৫৪ কোটি ৭৭ লাখ রুপির অলংকার। এ ছাড়া এই অভিনেতার রয়েছে ১৬টি গাড়ি। যেগুলোর মোট মূল্য ১৭ কোটি ৬৬ লাখ। গাড়িগুলোর মধ্যে দু’টি মার্সিডিজ, একটি রেঞ্জ রোভার। এই তারকা দম্পতি যৌথভাবে ৮৪৯ কোটি ১১ লাখ রুপির অস্থাবর সম্পত্তির মালিক এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৭২৯ কোটি ৭৭ লাখ রুপির। সব মিলিয়ে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ১ হাজার ৫৭৮ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৮৩ কোটি টাকা) সম্পদের মালিক।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে