সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঘুরবে খোকন বনে

মাইন সরকার
  ২৩ জুলাই ২০২৩, ০০:০০

একটা ফিঙে রোজ বিকালে নদীর তীরে আসে

খুব নীরবে চুপি চুপি বসে জলের পাশে

পোকা-মাকড় শিকার ধরে চুপটি করে গিলে

আহার শেষে আবার ফিঙে দিগন্তে যায় মিলে।

নানা রঙের আরও কত পাখি আসে তীরে

সাদা রঙের বকের সারি মাঝেমধ্যে ভিড়ে

সন্ধ্যা হলে যখন নদীর জল করে টলমল

নদী পাড়ের বাঁশ বাগানে ডাকে পাখির দল।

খোকন সোনার ইচ্ছে মনে পাখির মতো হবে

মনের যত গোপন কথা পাখির সনে কবে

নদী পাড়ে বসে একা ভাবছে মনে মনে

পাখির মতো উড়ে উড়ে ঘুরবে খোকন বনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে