সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বুড়ো দাদু

প্রদীপ সাহা
  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বুড়ো দাদু বেজায় কৃপণ

বাজারে যখন যান

কিনে আনেন পচা যত

আলু বেগুন পান।

বাড়িতে কোনো মেহমান এলে

গুণে আনেন মিষ্টি

তাই না দেখে সবাই মিলে

বাধায় অনাসৃষ্টি।

দাদু বলেন হেসে তখন-

রাগ কর না শোনো

অপচয় করা ভালো না

এ কথাটি জেনো।

পচা বলছ- কোথায় পচা

বেশিরভাগই ভালো

সস্তায় কিনছি বলেই

পয়সা কিছু র'লো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে