বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আটই ফাগুন

মনজুর মোরশেদ
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আটই ফাগুন

তোমরা যারা একুশ বল আমার আট-ই ফাগুন,

ভাইয়ের খুনে কেনা ভাষা আজও জ্বলে আগুন!

তোমরা যারা হিসেব কর ইংরেজি মাস গুনে,

কষ্ট লাগে অন্তরে খুব একুশ কথা শুনে।

তোমরা যারা বাংলা ভুলে অন্য ভাষায় মত্ত,

নাই জানা নেই বাংলা ভাষার নিদারুণ সে তথ্য।

ভাইয়ের বলি দানকে ভুলে কোন সে পথে মাতি!

বিশ্বে এমন নজির আছে আর কি কোনো জাতি?

কেন সেদিন জীবন দিল বাংলা মায়ের ছেলে?

ভাষার জন্য শহীদ হলো বুকের রক্ত ঢেলে!

আমরা যারা নবীন আছি, নেই ইতিহাস জানা!

কে দেখাবে সু-পথ বল কে-বা করবে মানা?

মাতৃভাষার মান রাখতে চল ফিরে সেথায়,

বাংলা ভাষার মহানায়ক সালাম-বরকত যেথায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে