মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প ঙ্‌ ক্তি মা লা

চামড়া পোড়ার গন্ধ

আজহারুল আল আজাদ
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
চামড়া পোড়ার গন্ধ

পূর্ব আকাশে উত্তপ্ত সূর্য,

ভোরের বাতাসে ঝলমলে হাসে,

লাঙ্গল কাঁধে চাষি চলছে মাঠে

ফজরের নামাজ শেষে।

ফলবে এবার সোনার ফসল

বেচবে টেপার হাটে,

আশা ভরসা আর ভালোবাসায়

ছোটে ফসলের মাঠে।

কাজে দিন চলে গেল এখনো,

বাড়ি এলো না সূর্য নামল পাঠে,

বিষণ্ন বদনে শিশুদের নিয়ে

গিন্নী খোঁজে তাঁরে টেপার তলস্নাটে।

এই বুঝি পাবে তাঁরে সামনে

খুঁজে খুঁজে হয়রান,

কোথায় গেলো মানুষটা তাঁর

তাপদাহে গেছে নাকি প্রাণ!

ভেসে আসে দাবদাহে

চামরা পোড়ার গন্ধ,

আলের ধারে পড়ে আছে

নিথর দেহ হৃদয়স্পদন বন্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে