রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

একলা মানুষ চাই

নাসরীন নঈম
  ২৫ ডিসেম্বর ২০২০, ০০:০০
একলা মানুষ চাই

তোমাকে অচেতন করে তবে কাছে নেব

আমি একাই তোমাকে ছোঁব

তুমি ছোঁবে না

তুমি জানবেও না আমি ঠিক

তোমার শরীরের কোথায় কোথায়

হাত রেখেছিলাম

আলতো করে ভালোবেসেছিলাম

বিছানা ছেড়ে মেঘের মতো উড়ে ছিলাম।

তুমি তো গৃহী মানুষ

যুগলে হাঁটো, যুগলে ঘুমাও, যুগলে চা খেতে যাও

আমার দিকে হাত বাড়াবে না

শুধু গোলাপ সখা হয়ে থাক।

আমি একজন একা মানুষ চাই

পবিত্র, স্নিগ্ধ অপাপবিদ্ধ যার চোখের চাওয়া

আগুন হয়ে আমাকে পোড়াবে

আমি একাই পুড়তে পুড়তে ছাই হবো।

তুমি শুধু দেখতে থাক কীভাবে

পৃথিবীর ঊর্ধ্বে কোনো নক্ষত্র আমাকে

কাছে টেনে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে