শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলের অনল

জসীম উদ্দীন মুহম্মদ
  ১১ জুন ২০২১, ০০:০০

এখন আর আমি রাত্রির ভুখা মিছিলের

গলা ফাটানো আওয়াজ শুনি না,

কিছুদিন আগে যে নক্ষত্রটি দীপ না জ্বেলেই

নীরবে, নিভৃতচারী হয়েছে;

সে বলত, আমিও নাকি তার কোনো এক

আকাশের ধ্রম্নবতারা!

আমাকে চাঁদের মতোন খুব কাছে দেখা যায়

হৃদস্পন্দনের মতোন তার সমস্ত অহম জুড়ে

আমার কথা শোনা যায়!

নিজেকে সমস্ত পদ ভেবে আমিও তখন সপ্তপদী

একদিন সেই নক্ষত্রটি মর্ত্যে নেমে আসে যদি!

আমি জানি, চালচুলোহীন আমার উঠোন

তাকে বসতে দেয়ার মতোন আমার কোনো

জোগাড় নেই, তবুও ঝিনুকের চাষ শুরু করি

হেঁসেল থেকে নক্ষত্রলোক পর্যন্ত ঝাড়ফুঁক দেই

যদি সে আসে? আটাশির বন্যার

জলের মতোন এই আমাকে ভালোবাসে...?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে