শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরুদ্ধ পরিবেশ

নুরজাহান আক্তার
  ২৫ জুন ২০২১, ০০:০০

গ্রীষ্মের খরতাপে দগ্ধ হলো মাঠ

কৃষকের মুখের হাসি আর দগ্ধ হলো দূর্বাঘাস।

\হতপ্ততা দিল সোনালি বরণ,

খাল ফেটে চৌচির, চাতকের হাঁক

\হতন্দ্রাচ্ছন্ন অবস বিকাল

তাপিত হৃদয়ের বাসনা

\হজীর্ণ-শীর্ণ গাত্রে রুক্ষ বেলার আবেশ।

\হনীড়ে ফেরা পাখিদের নির্জনতার গান,

গুমোট অন্ধকার আর ঝিঁ ঝিঁ ডাকার শব্দ,

\হহঠাৎ ঝড়ো হাওয়া আর ধূলির বিস্তার

জন-জীবন বিপন্ন কবে হবে নিস্তার?

\হমধু মাসের ম-ম গন্ধ,

ব্যাকুল করে আবাল-বৃদ্ধ সকল।

গ্রীষ্মের খরতাপে বিমুখ সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে