সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দখিনা বাতাসে

মনিরুল আলম
  ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

ওগো প্রিয় তোমার তরে এ গান লেখা

অনুরাগ আর ভালোলাগা মেশা

সুরের পাখি আমার পাখা মেলে দূর আকাশে

গানের বাণী আমার ছড়ায় উতলা দখিনা বাতাসে।

গান শুনে ভালোবেসে ফোটে ফুল

উতল হয়ে তরঙ্গ ভাসায় ছোট্টো নদীর কূল

আমার গানে কণ্ঠ মেলায় বুলবুলি

মেঘলা মেয়ে মালা গাঁথে ফুল তুলি।

আমার গানের সুরে চৈতালি চাঁদ হাসে আকাশে

প্রজাপতি ভাসায় রঙিন পাখা বাতাসে

নিশীথিনী সে গান শুনে ঝিম ধরে

বুনের বুকে অশ্রম্ন হয়ে শিশির ঝরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে