সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তোমার ছবিটা ঝাপসা হয়ে যাচ্ছে

শাহিন আলম
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০

দিন চলে যাচ্ছে

রাত চলে যাচ্ছে

আমাদের জীবন চলে যাচ্ছে।

অবশিষ্ট থাকছে না কিছুই

আমাদের দীর্ঘশ্বাস, মিথ্যে সব প্রতিশ্রম্নতি

হাওয়ায় মিলিয়ে যাচ্ছে।

চোখের সামনে আমার ছেলেরা বড় হচ্ছে

তোমার মেয়েরা বড় হচ্ছে

প্রতি রাতে চাঁদের সাথে ডুবে যাচ্ছে

কলেজ গেটে দাঁড়িয়ে থাকা বিকেল।

মস্তিষ্কে জমে থাকা কথা

একজীবনে বলা হয়ে ওঠে না

না বলা কথারা মরে যাচ্ছে

তোমার ছবিটা ঝাপসা হয়ে সরে যাচ্ছে।

পরিস্থিতি আমাদের অনুকূলে থাকুক বা না থাকুক

দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে

কেউ অবহেলা করছে জেনেও সংসার চলে যাচ্ছে।

জীবন থেমে থাকার বস্তু নয়

তাকে থামিয়ে রাখার চেষ্টা বৃথা।

তোমার বিরহে আমার চুল পাকবে না, দাঁত পড়বে না

থমকে দাঁড়াবে বয়স

এই ধারণা কল্পনা বিলাস ছাড়া কিছু নয়।

তোমাকে ছাড়া ভাত খাচ্ছি, স্নান করছি

সকালে উঠে চায়ের কাপে তোমার স্মৃতিকে পান করছি

শিউলি ফুলের ছোঁয়া পেয়ে তোমায় ভোলার ভান করছি।

দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে

তোমাকে ছাড়া জীবন চলে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে