সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ক্ষুদিরাম হবো

শ্যামল বণিক অঞ্জন
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০

আমিও একদিন ক্ষুদিরাম হবো,

হাতের মুঠোয় মৃতু্য আর-

কোমরে জড়িয়ে ঘুরছি পরাধীনতার শৃঙ্খল,

বুকে পুষে রেখেছি দাসত্বের গস্নানি

এভাবেই কেটে গেছে তিনপুরুষ।

স্বৈরাচারের চাবুকের কষাঘাতে ক্ষতবিক্ষত সত্তা

অতীত বর্তমান অমানিশার চাদরে ঢেকে আছে যুগে পর যুগ-

উপসংহারে পিঠ ঠেকেছে বাঁধার শক্ত প্রাচীরে।

এখন আমি দৃঢ়প্রতিজ্ঞ ঘুরে দাঁড়াতে,

বুক চেতিয়ে টেনে ধরতে উদ্ধত শোষকের রক্তাক্ত চাবুক।

আমিও একদিন ক্ষুদিরাম হবো,

দাসত্বের চেয়ে আজ মৃতু্যই শ্রেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে