রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নীরব শহরে কথারা এসে ভিড় করে

সোমা মুৎসুদ্দী
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
নীরব শহরে কথারা এসে ভিড় করে

তোমার নীরব শহরে,

আমার কথারা এসে ভিড় করে।

ছুঁতে চায়, তোমার মনের তীর

যেমনটা ভরা বর্ষার নদী আছড়ে পড়ে তীরে।

তোমার নীরব শহরে আমার কথারা জাগে

অভিমানী হিটলার হয়ে।

জয় করতে চায় তোমার মনের সাম্রাজ্য,

আমার কথার অস্ত্রের ঝংকারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে