শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোকিত তিশা

দেশীয় শোবিজের বিভিন্ন শাখায় অনেক রকম তিশা রয়েছেন। দর্শকের সামনে নামটি বললে অনেকেই প্রশ্ন করেন কোন তিশা। কিন্তু হরেক রকম তিশার মাঝে একজন তিশার ছবিই সবার আগে দর্শকের মনে ভেসে ওঠে। নাম তার নুসরাত ইমরোজ তিশা। টিভি ও চলচ্চিত্রের আলোকিত এই অভিনেত্রী কিছুদিন আগে মা হয়েছেন। সদ্য শেষ হওয়া কান চলচ্চিত্র উৎসবে সন্তান নিয়েই হাজির হয়েছিলেন এই তারকা। বহুমুখী প্রতিভার এই অভিনেত্রীকে নিয়ে আজকের তারার মেলা মূল প্রতিবেদনটি সাজিয়েছেন
মাসুদুর রহমান
  ০২ জুন ২০২২, ০০:০০

বলা চলে বিরতির পর অনেকটা চমক নিয়েই দর্শক ও ভক্ত-অনুরাগীদের কাছে ফিরেছেন আলোকিত মডেল-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গত 'বিশ্ব মা দিবসে' মেয়েকে সঙ্গে নিয়েই চলচ্চিত্রের ডাবিং করেছেন। সম্প্রতি তার অভিনীত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের ট্রেইলার প্রদর্শনীর জন্য পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন তিনি। সেই সফরেও তিশার সঙ্গী ছিলেন মেয়ে ইলহাম এবং স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে গণমাধ্যমের কাজে জানিয়েছেন নতুন কাজের খবরা-খবর। ১৯ মে কানের ৭৫তম আসরে মার্শে দু্য ফিল্ম বাণিজ্যিক শাখায় প্রকাশ পেয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের ট্রেলার। এ সময় তিশার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আরিফিন শুভ, নির্মাতা শ্যাম বেনেগালসহ আরও কয়েকজন। এ প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, 'বিশ্বের সব থেকে বড় উৎসব হচ্ছে 'কান চলচ্চিত্র উৎসব'। চলচ্চিত্রের এ রকম একটি মহোৎসবে আমাদের 'মুজিব: দ্য মেকিং অব আ নেশন' চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের খবর।'

বঙ্গবন্ধুর বায়োপিকটি নিয়ে দেশের মানুষের সীমাহীন কৌতূহল ছিল। হওয়ারই কথা। বঙ্গবন্ধুর জীবনীমূলক চলচ্চিত্র বলে কথা। কান চলচ্চিত্র উৎসবে এ চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধনের পর থেকে বাংলাদেশের দর্শকদের বড় একটি অংশ হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। তবে এসব সমালোচনাকে পাশে রেখে চলচ্চিত্রের অন্য একটি চরিত্রের কথা সামনে এনেছেন নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন এ মডেল-অভিনেত্রী। তিশা জানিয়েছেন, এ চলচ্চিত্রের মাধ্যমে জাতি জানতে পারবেন বঙ্গবন্ধুর সফলতার পেছনে ফজিলাতুন্নেছার কতটা অবদান রয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে বলে আশা তিশার। সম্প্রতি নিউইয়র্কভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির সঙ্গে আলাপকালে তিশা বলেন, 'বঙ্গবন্ধুর কথা সবাই জানেন, কিন্তু ফজিলাতুন্নেছার কথা অনেকেই জানেন না। প্রবাদ আছে প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে ছিলেন, তখন বেগম মুজিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পরিবারের দেখাশোনা করেছেন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন শক্তিশালী নারী।' তিশা আরও বলেন, 'ফজিলাতুন্নেছা অসাধারণ সব কাজ করেছেন। আমি মনে করি, এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে। তার কাজ ও ত্যাগ সম্পর্কে জানতে পারবে।'

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে 'মুজিব' চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। গত বছরের এপ্রিল মাসে মুজিব চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন তিশা। এ চলচ্চিত্রে তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। চলচ্চিত্রের শুটিং শেষে তিশা জানতে পারেন, তিনি মা হতে যাচ্ছেন। তারপর সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। গত জানুয়ারিতে তার কোল জুড়ে আসেন নতুন অতিথি ইলহাম। সেই মেয়েকে নিয়েই আবার ফিরলেন বঙ্গবন্ধুর বায়োপিকের কাজে। তবে এবার শুটিং নয়, ডাবিং ও ট্রেলার প্রকাশের কাজে।

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র। এর পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। এতে মুজিব চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদসহ শতাধিক শিল্পী। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রের প্রথম ধাপের শুটিং শুরু হয়। চলচ্চিত্রের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের সুবাদে ফ্রান্সের সাগর পাড়ের এই শহরেই বিশ্বখ্যাত অস্কারজয়ী সংগীত তারকা এ আর রহমানের সঙ্গে দেখা হয় তিশা-ফারুকীর। মেয়ে ইলহামকে নিয়ে চারজনের একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে শেয়ার করেন তিশা। তিনি জানান, এটি তার কাছে খুব স্পেশাল ছবি। ছবিটি স্পেশাল হওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সেই কারণ জানিয়েছেন তিশা। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, 'এই ছবিটা আমার কাছে স্পেশাল কারণ ইলহাম (তিশা-ফারুকী দম্পতির মেয়ে) যখন মায়ের গর্ভে, তখন আমরা ওকে নানা ধরনের গান শোনাতাম। তার মধ্যে একটা গানে ও খুব নড়াচড়া করত, একদম তালে তালে। সেটা ছিল এ আর রহমানের সুরে তার মেয়ে খাদিজার গাওয়া 'ফারিশতো'! কালকে ফারিশতোর কম্পোজারের সঙ্গে তার দেখা হলো।' বলাই বাহুল্য, ফারুকী, তিশা ও রহমান ভক্তদের কাছে ছবিটা পছন্দ হয়েছে রীতিমতো। সেটা বোঝা গেল ছবিতে রিঅ্যাকশনের পরিমাণ দেখে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ছবিটিতে প্রায় ৫০ হাজার রিঅ্যাকশন দেখা যায়। মন্তব্যের সংখ্যা ছাড়িয়ে যায় হাজার।

মাতৃত্বজনিত কারণে দীর্ঘদিন নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি তিশা। এই অভিনেত্রীর ভক্তরাও জানতে চান তার নতুন সিনেমার খবর। তবে কানে গিয়ে সেখানে নতুন কাজ প্রসঙ্গে মার্কিন গণমাধ্যমকে তিশা জানিয়েছেন, কলকাতাভিত্তিক এক প্রযোজনা প্রতিষ্ঠানের একটি প্রজেক্টে অভিনয়ের জন্য আলোচনা চলছে তার। তবে এই প্রসঙ্গে বিস্তারিত আর কিছুই জানাতে নারাজ এই অভিনেত্রী। এ ছাড়াও তিশা জানিয়েছেন 'নো ল্যান্ডস ম্যান' চলচ্চিত্রের পর আবারও প্রযোজনায় নাম লেখাচ্ছেন তিনি। পরিচালনা করবেন মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটি নিয়ে তিশার ভাষ্য, এটি একেবারেই ব্যক্তিগত একটি প্রজেক্ট। তবে প্রযোজক হিসেবে তিশা এবং পরিচালক স্বামী থাকলেও সেখানে তিনি অভিনয় করবেন কিনা সে প্রসঙ্গে কিছু জানাননি। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের অগ্রযাত্রা নিয়েও নিজের মতামত জানান তিশা। তিনি বলেন, 'আমি মনে করি, বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কারণ আমাদের অনেক তরুণ পরিচালক আছেন যারা বিশেষ কিছু করার চেষ্টা করছেন।'

মুক্তির অপেক্ষায় থাকা তিশার 'নো ল্যান্ডস ম্যান'-এর অন্যতম প্রযোজক এ আর রহমান। এতে জুটি বেঁধে অভিনয় করছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিচেল মেগান। এছাড়াও চলচ্চিত্রে দেখা যাবে বাংলাদেশের সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে।

অন্যদিকে তিশা অভিনীত সরকারি অনুদানের 'ভালোবাসা প্রীতিলতা' চলচ্চিত্রটিও মুক্তির অপেক্ষায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে