শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবুও ফুরফুরে ফারিয়া

অনেকটা 'দুধের স্বাদ ঘোলে মেটানো'র মতোই। আসছে কোরবানি ঈদে ঢালিউডের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার দুটি সিনেমা মুক্তির কথা থাকলেও আলোর মুখ দেখছে না একটিও। তবে প্রেক্ষাগৃহে না হলেও এই অভিনেত্রী ঝলক ছড়াবেন ছোটপর্দায়। টেলিভিশন ফিচার ফিল্ম নিয়ে হাজির হবেন ঈদ আয়োজনে। লাইট-ক্যামেরায় ব্যস্ত থাকলেও অপেক্ষায় রয়েছেন ক্যারিয়ারে অন্যতম প্রাপ্তি বঙ্গবন্ধুর বায়োপিকের। সেই সঙ্গে ওপার বাংলার সিনেমা নিয়েও চলছে দৌড়ঝাঁপ। সব মিলিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছেন দুই বাংলার আলোকিত এই অভিনেত্রী।
মাসুদুর রহমান
  ৩০ জুন ২০২২, ০০:০০

রুপালি পর্দায় দীর্ঘদিন দেখা নেই নুসরাত ফারিয়ার। 'আসি আসি' করে পার হয়ে গেছে দুই বছর। ২০২০ সালে 'শাহেনশাহ' পর তার একাধিক সিনেমা মুক্তির কথা থাকলেও করোনা ও নানা কারণে এখনো সেগুলো দর্শকের কাছে পৌঁছায়নি। রোজার ঈদের পর অপেক্ষায় ছিলেন ঈদুল আজহা নিয়ে। কিন্তু সে আশাতেও গুড়েবালি। আসন্ন ঈদে মুক্তির কথা ছিল তার 'অপারেশন সুন্দরবন', 'পাতাল ঘর'-এর। কিন্তু কোনো কারণে সিনেমা দুটি

আলোর মুখ দেখছে না।

নুসরাত ফারিয়া বলেন, 'আমার অনেকগুলো সিনেমা আটকে আছে। কোরবানি ঈদেও 'অপারেশন সুন্দরবন' সিনেমা আসার কথা। এছাড়া 'পাতাল ঘর' নামে আরও একটি সিনেমা মুক্তির কথা ছিল। ঈদে নিজের সিনেমা মুক্তি পাবে তা নিয়ে মনে মনে খুব উচ্ছ্বসিত ছিলাম। অপেক্ষা করছিলাম। কিন্তু হয়তো বা এই দু'টির একটি সিনেমাও মুক্তি পাচ্ছেন না। ঈদে সিনেমা মুক্তি না পেলে আমার খুব কষ্ট লাগে। আমি চাই, যেটাই আসুক না কেন সেটা যেন পরিপূর্ণভাবে

সিনেমা হলে আসে।'

প্রেক্ষাগৃহে ফারিয়ার সিনেমা মুক্তি না পেলেও সিনেমা শূন্য থাকছেন না তিনি। টেলিভিশনের পর্দায় থাকছে তার সিনেমা। এটি পূর্ণদৈর্ঘ্য কোনো পুরনো সিনেমা নয়। আগের অভিনীত সিনেমা টেলিভিশন চ্যানেলে দেখানো হবে তেমনটিও নয়। এটি একটি টিভি ফিচার ফিল্ম। 'আইকনম্যান' শিরোনামে টেলিভিশন ফিচার ফিল্মে দেখা যাবে ফারিয়াকে। এতে তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেতা অপূর্ব। বছর দেড়েক আগে অপূর্ব ও নুসরাত ফারিয়া 'যদি...কিন্তু... তবুও' নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন। এরপর সম্প্রতি তারা নতুন করে জুটি বাঁধলেন 'আইকনম্যান'-এ। ৭৫ মিনিটের এই টেলিভিশন ফিচার ফিল্মের শুটিং শুরু হয়েছে সম্প্রতি।

কাজটি নিয়ে ফারিয়া বলেন, 'ঈদে ভিন্নধর্মী একটি কাজ করছি। সেটা এর আগে কখনো করা হয়নি। এই প্রথমবার আমি টিভি ফিচার ফিল্ম করছি। এটি ফিচার ফিল্ম হলেও পূর্ণদৈর্ঘ্য সিনেমার আদলেই শুটিং হচ্ছে। আলাদা ধরনের দুর্দান্ত গল্পের একটা কাজ। ঈদে সবাইকে এটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।' 'আইকনম্যান' সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। এতে ফাহাদ বেগ চরিত্রে অপূর্ব আর নোভা চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। তিনি বলেন, 'কাজটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। গল্পটা বেশ চমৎকার। এখানে আমার চরিত্রটার নাম হলো নোভা। এটা ধোঁয়াশার মতো একটি চরিত্র। যা আমি কখনো করিনি। এখন কিছু বলতে চাচ্ছি না। কয়েকদিন পর এটার ফাস্ট লুক প্রকাশ পাবে। তবে এটুকু বলতে পারি, দর্শক এখানে ভিন্ন এক নুসরাত ফারিয়াকে দেখতে পাবেন। আর অপূর্বের সঙ্গে আগেও কাজ করা হয়েছে আমার। আমাদের দুজনের বোঝাপড়া চমৎকার। এ জন্য আরাম করেই কাজটি শেষ করতে পারব মনে হচ্ছে।' পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান, বর্তমান সমাজে প্রতিযোগিতা, অসঙ্গতি আর প্রতিশোধের গল্প আইকনম্যান। আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের পর একই চ্যানেলের ইউটিউবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়ে স্থগিত হয়ে যায় অনেক সিনেমা। এ নিয়ে অভিনয় শিল্পীরা যেমন বিব্রত বোধ করেন তেমনই সিনেমাটি থেকে দর্শকের আগ্রহ কমে যায়। এ নিয়ে ফারিয়া বলেন, 'শুটিং, ডাবিং এবং প্রমোশন পর্যন্ত থাকার চেষ্টা করি। সিনেমা মুক্তির বিষয়ে শিল্পীদের হাত থাকে না। আমার অনেকগুলো সিনেমা আটকে আছে।'

'অপারেশন সুন্দরবন', 'পাতাল ঘর' ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ফারিয়া অভিনীত একাধিক সিনেমা। এর মধ্যে অন্যতম বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব'। শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় ফারিয়া অভিনয় করেছেন শেখ হাসিনা চরিত্রে। ছোট বেলা থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত দেখা যাবে তাকে। ফারিয়া বলেন, 'এটা আমার কাছে স্বপ্নের প্রজেক্ট। এটার অংশ হতে পারাটাও একটা স্বপ্নের মতো। এখানে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছি। এটা আমার ওপর অনেক বড় একটি দায়ভার। পরিচালক শ্যাম বেনেগাল ও পুরো টিমের সহযোগিতায় এই দায়ভারটা আমি যথাযথ সম্পন্ন করার চেষ্টা করেছি।'

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা 'গুনিন'-এ কাজ করার কথা থাকলেও 'বঙ্গবন্ধু'র বায়োপিকের জন্য সেটা বাতিল করেন এই তারকা।

শুধু ঢালিউডেই নয়, এই অভিনেত্রী অভিনয় করেছেন টলিউডেও। সেখানকার একাধিক প্রযোজনায় কাজ করেছেন তিনি। বর্তমানে কলকাতার 'রকস্টার' নামে একটি সিনেমা করছেন ফারিয়া। সবকিছু ঠিক থাকলে এটি মুক্তি পাবে আগামী দুর্গাপূজায়। সিনেমাটি নিয়ে ঢালিউডের এই গস্ন্যামার নায়িকা বলেন, 'রকস্টার' সিনেমার শুটিং শেষ। এখনো একটি গান বাকি আছে। সেটা শেষ করার পরিকল্পনা চলছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে। মনে হচ্ছে পূজায় সিনেমাটি মুক্তি পাবে।'

অভিনয় কিংবা নাচ নয়, গায়কীতেও সমান পারদর্শী নুসরাত ফারিয়া। হালের আলোচিত এই তারকা তার প্রমাণ দিয়েছেন 'পটাকা', 'হাবিবি' ও 'আমি চাই থাকতে'-এর মাধ্যমে।

এই নায়িকা বাগদান করেছিলেন ২০২০ সালের ১ মার্চ। প্রায় গত সাত বছর ধরে চুটিয়ে প্রেম করার পর রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান সেরেছিলেন। বাগদানের এত দিন পেরিয়ে গেলেও বিয়ে করছেন না ফারিয়া। আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই নেই তার। তবে বিয়ে না করলেও তার স্বামীর সঙ্গে সৌহার্দপূর্ণ সময় কাটাচ্ছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে