সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভাগ্যে বিশ্বাসী অপু

তারার মেলা রিপোর্ট
  ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদ রাতেও আমাকে শুটিং করতে হয়েছে। এমনও হয়েছে, একটু শুট হওয়ার পর সেটা এডিট হয়েছে। এটা 'লাভ ম্যারেজ' সিনেমার গানের ঘটনা। এমন ঘটনা অনেক আছে। রাত ৪টা পর্যন্ত শুটিং করেছি। ঈদের মেহেদি পরার সময় পাইনি। ওই সময় ভাবতাম- যদি একটু সময় পেতাম- এখন সময়গুলো মিস করি। ঈদে আমার ৫টি সিনেমা মুক্তি পেয়েছে- এমনও হয়েছে। আমি মনে করি, কোনো পরিচালক মন্দ করে সিনেমা বানান না। সবাই ভালো করেই নির্মাণ করেন। কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে। আমি ভাগ্যে খুব বিশ্বাস করি। যেমন 'কোটি টাকার কাবিন' সিনেমার সময় যে লিপস্টিক, কাজল, আইশ্যাডো ব্যবহার করেছি। আমি আজও সেগুলো আমার নতুন সিনেমা শুরুর আগে একটু হলেও ব্যবহার করি। কেন জানি মনে হয়, আমার ভাগ্যের পরিবর্তন হবে। অনেকে কুসংস্কার মনে করবেন। তারপরও আমার ভালো লাগে। মহরতের দিন ওটা দিয়ে শুট শুরু করি।

এভাবেই বললেন ঢালিউড কুইন বলে খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় ছিল যখন ঈদ মানেই অপু বিশ্বাসের সিনেমা। করোনার কারণে এই ধারাবাহিকতার ছন্দপতন ঘটে। দীর্ঘ চার বছর পর অপু বিশ্বাস অভিনীত সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমার নাম 'প্রেম প্রীতির বন্ধন'। এতে তার বিপরীতে রয়েছেন তরুণ নায়ক জয় চৌধুরী। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, 'আশা করি, আমার ভক্ত ও দর্শক যারা আছেন তারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে অপু বিশ্বাসকে ভালোবাসা দিয়ে আসছেন সেভাবে 'প্রেম প্রীতির বন্ধন' সিনেমাটি হলে গিয়ে দেখবেন। আমি মনে করি, সিনেমাটির মধ্য দিয়ে দর্শক অতীতকে ফিরে পাবেন। বাংলা সিনেমার দর্শক যে ধরনের সিনেমা দেখতে অভ্যস্ত এটি তেমন সিনেমা। এবার ঈদে আমার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম আরটিভিতে মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে