বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক

তারার মেলা রিপোর্ট
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
বাপ্পী চৌধুরী কাজী শুভ

কাজী শুভ ও বাপ্পী চৌধুরী, ঢাকাই শিল্প-সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। একজন সিনেমার নায়ক হয়ে পেয়েছেন সাফল্য, আরেকজন গায়ক হিসেবে পেয়েছেন সাফল্য। এই সপ্তাহে মাত্র এক দিনের ব্যবধানে জীবনের সবচেয়ে বড় দুঃখের সম্মুখীন হয়েছেন তারা। মা হারিয়েছেন এই

নায়ক ও গায়ক।

রোববার (৩ মার্চ) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী শুভর মা ফাতেমা খাতুন। খবরটি গায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন। এরপর সঙ্গীত অঙ্গনের অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুরে পারিবারিক কবরস্থানে ইতোমধ্যে কাজী শুভর মাকে দাফন করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবারের (৫ মার্চ) সকালে বিষাদের কাঁধে ভর দিয়ে এসেছে নায়ক বাপ্পী চৌধুরীর মায়ের মৃতু্য সংবাদ। এ দিন ভোরে তার মা স্বপ্না সাহা মারা গেছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, নায়কের মা দীর্ঘ দিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কিছু দিন আগেই তাকে ভারত থেকে চিকিৎসা করিয়ে

আনা হয়েছিল।

কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি। তাই রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপ্না সাহা। মাতৃহারা শোকে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাপ্পী। শোকে স্তব্ধ থাকায় বিষয়টি নিয়ে আপাতত কিছু বলেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে