ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে ক্রোম ব্রাউজার। তাই এর ২০০ কোটি ব্যবহারকারীর জন্য উচ্চ সতর্কবার্তা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
প্রতিষ্ঠানটি বলছে, সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে হতে পারে। কারণ গতবছর ক্রোম ব্রাউজারে রেকর্ড সংখ্যক সাইবার হামলা হয়েছে। খবর ফোর্বসের
গুগল নতুন এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে।
এ হুমকি মোকাবিলায় ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ লঞ্চ করেছে গুগল। বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। দ্রুত সংস্করণটি ডাউনলোড করে নেওয়ার অনুরোধও জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এ সার্চ ইঞ্জিন।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd