জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রথমবারের মত শুরু হলো বিজ্ঞান বই পড়া প্রতিযোগিতা। রাজধানীর তিনটি স্বনামধন্য স্কুলের ৫০ জন শিক্ষার্থী এ বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কুলগুলো যথাক্রমে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার হিসেবে শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ইন্টারনেটের আসক্তিতে বই পড়া হারিয়ে যাচ্ছে। বই জ্ঞানার্জন এবং গবেষণার পথ উন্মোচন করে। বই পড়ার অনাগ্রহের কারণে মেধায় পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং লেখনী শক্তি ও সৃজনশীলতা এখন বিলুপ্তির পথে।
এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান পিপাসু এবং বই প্রেমিক হয়ে আগামীতে বাংলাদেশকে গড়বে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর এবং পরিচালক (অ.দা.) এ.কে.এম. লুৎফুর রহমান সিদ্দীক।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd