শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​​​​​​​ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ডিজিটাল উদ্যোক্তাদের সভা

যাযাদি ডেস্ক
  ২৬ মে ২০২২, ১৮:১৯
আপডেট  : ২৬ মে ২০২২, ১৮:৩৪

সারাদেশের ডিজিটাল ডাক কেন্দ্রের সার্বিক উন্নয়নে ডাক বিভাগের সদর দপ্তরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে বাংলাদেশ ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে মে বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সভাপতি দ্বিপায়ন সুশীল, সাধারণ সম্পাদক এস এম মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক বলরাম বনিক, ঢাকা বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, চট্টগ্রাম বিভাগের সভাপতি রাকিব উদ্দিন, নোয়াখালী বিভাগের সভাপতি ফজলুল আজম ফুয়াদ, যশোর বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা প্রধান ডাকঘরের লেটার রাইটার শফিকুল ইসলাম শাকিল, লিটন সূত্রধর, ফয়সাল হোসেন, কৃপেশ দেবনাথ প্রমুখ।

মন্ত্রী ডিজিটাল ডাক কেন্দ্রের সার্বিক সমস্যার সমাধান ও নতুন সেবা যুক্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ।

ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরাম নেতৃবৃন্দ ডাক বিভাগের মহাপরিচালকের সাথে ডিজিটাল ডাক কেন্দ্রের সার্বিক সমস্যার সমাধান ও নতুন নতুন সেবা সৃষ্টির বিষয়ে আলোচনা করেন।

আরও উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক (মেইলস্) এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল কবির আহমেদ এবং ঢাকা জিপিও'র সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহানুর সাব্বির প্রমুখ।

ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে