বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনলাইন প্লাটফর্মে ডাক বিভাগ ও একশপের যৌথ উদ্যোগে বার্ষিক মতবিনিময়

যায়যায়দিন ডেস্ক
  ১৫ জুন ২০২২, ২০:২৪
আপডেট  : ১৫ জুন ২০২২, ২০:৪৩

ডাক বিভাগের ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায় নিশ্চিত করার লক্ষ্যে এবং সারাদেশের ৮৫০০ ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তাদের উন্নয়নে ডাক বিভাগ ও একশপের যৌথ উদ্যোগে ১৫জুন বুধবার বেলা ২.৩০ মিনিটে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইয়াং প্রফেশানাল এটুআই একশপের আনাচ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত পোষ্ট মাস্টার জেনারেল মাসুদ খান, ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল কাম সিনিয়র পোষ্ট মাস্টার ঢাকা জিপিও জনাব মাসুদ পারভেজ, ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল খন্দকার শাহ্‌নূর সাব্বির, এটুআই প্রোগ্রামের ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি,একশপ হেড অফ অপারেশন তৌফিক আহমেদ, ইউএনডিপি ন্যাশনাল কনসালটেন্ট সারাহ জিতা, একশপ কনসালটেন্ট সোহরাব পারভেজ, ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীল, সাধারণ সম্পাদক এস এম মাজেদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম সবুজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য উজ্জ্বল বিশ্বাস, ঢাকা বিভাগ (ফোরাম) সভাপতি আঃ রাজ্জাক খান, যশোর বিভাগ (ফোরাম) সম্পাদক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী সহ সারাদেশ হতে উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন।

ডাক বিভাগ ও একশপের সম্মানিত উধ্বর্তন কর্মকর্তাগন আগামী দিনে ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তাদের উন্নয়নে ও ডিজিটাল ডাক সেবা প্রান্তিক পর্যায় পর্যন্ত নিশ্চিত করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে