বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সাব-জেল নয়, কারাগারে যেতে চেয়ে হাইকোর্টে বুশরা বিবি

যাযাদি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫
সাব-জেল নয়, কারাগারে যেতে চেয়ে হাইকোর্টে বুশরা বিবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তোশাখানা মামলায় ১৪ বছরের সাজা ভোগ করার জন্য বানি গালার বাসভবনে যেতে চান না। তিনি কারাগারে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

বুশরা বিবি মনে করছেন, অন্য কর্মীদের মতো কারাগারের সাধারণ পরিবেশেই থাকা ভালো। তাছাড়া তার বনি গালার বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। এতে তিনি তার নিরাপত্তা নিয়ে চিন্তিত।

আদিয়ালা জেল সুপারের অনুরোধে সাবেক ফার্স্ট লেডিকে বন্দী করার জন্য কর্তৃপক্ষ বানি গালার বাসভবনটিকে ‘সাব-জেল’ ঘোষণা করেছিল।

গত মাসে বুশরা বিবিকে তার ইসলামাবাদের বাসভবনে বন্দী করা হয়।

জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির রাষ্ট্রীয় উপহারের অবৈধ বিক্রয়-সংক্রান্ত মামলার রায় ঘোষণা করার সময় বুশরা ও ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। সূত্র : জিও নিউজ

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে