শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ছুটছে মানুষ নাড়ির টানে : গাজীপুরে যানজট

গাজীপুর প্রতিনিধি
  ১১ মে ২০২১, ১৬:৩৪

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় দূরপাল্লার বাস চলাচল না করায় মহাসড়কের স্থানে স্থাৃনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। মঙ্গলবার সকাল থেকেই এ ভিড় শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে।

কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পকারখানা অধ্যুষিত চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে অন্য বছরগুলোতে যানজট থাকলেও এবার তা নেই। তবে গাড়ি সংকটে সেখানে এবার সৃষ্টি হয়েছে জনজটের। করোনা মহামারির কারণে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এবার এ সংকট সৃষ্টি বলে ধারণা করা হচ্ছে।

অনেক কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার ভোর থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাজারো ঘরমুখো মানুষ যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। করোনার মহামারি ভয় তাদের কারো মধ্যেই যেন নেই। বিধিনিষেধের বাইরে যেসব যানবাহন চলছে সেগুলোতে উঠে বাড়ি ফেরার জন্য মানুষ মরিয়া হয়ে উঠেছে। কেউ ট্রাকে, কেউ মাইক্রোবাসে, কেউবা মোটরসাইকেল ভাড়া করে বাড়ির পথে রওনা হচ্ছেন। কাউকে কাউকে পায়ে হেঁটেও গন্তব্যের দিকে যেতে দেখা গেছে, সামনে থেকে কোনো যানবাহনে ওঠার আশায়।

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সকালে এক পরিবারের কয়েকজন চন্দ্রার দিক থেকে পায়ে হেঁটে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে যাচ্ছেন। গাড়ি না পেয়ে তারা সামনের দিকে এগুচ্ছেন গাড়ি পাওয়ার আশায়। তাদের একজন রাসেল মিয়া জানান, তিনি সপরিবারে থাকেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায়। সেখানে তিনি কাঁচামালের ব্যবসা করেন। তিনি গাড়ি সংকটের চিন্তা করে আগেভাগেই স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার ভোর থেকেই চন্দ্রায় বাস কাউন্টার এলাকায় অবস্থান করছিলেন। সকাল ১০টার দিকেও তাদের কোনো গাড়িতে পাঠাতে পারেননি। দূরপাল্লার কোনো বাস না থাকায় সেখানে যাত্রীদের জট সৃষ্টি হয়েছে। সামনে বিকল্প কোনো গাড়ি পাওয়া যায় কি না সে আশায় তাদের নিয়ে গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছেন।

গাজীপুর মহানগরের বাসন থানাধীন লাবিব ফ্যাশন কারখানার অপারেটর মামুন মিয়া সস্ত্রীক থাকেন ভোগড়া এলাকায়। সেহরি খেয়ে বাসা থেকে বের হয়ে অটোরিকশা একশ টাকা ভাড়া দিয়ে চন্দ্রা পৌঁছেন। তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি যাবেন রাজশাহীর মতিহার এলাকায়। চন্দ্রা এসে সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন কোনে যানবাহন পাচ্ছেন না। কীভাবে যাবেন জানতে চাইলে বলেন, ‘একটা উপায় হয়ে যাবে। বাস যদি না পাই তাহলে ট্রাকে উঠে চলে যাব। যত কষ্টই হোক বাড়িতে গিয়ে মা-বাবার সঙ্গে ঈদ করব এর চেয়ে অন্য কোনো আনন্দ নেই। হায়াত-মউত আল্লাহর হাতে। করোনায় ভয় করি না, যা হয় হবে। ’

কোনাবাড়ী এলাকার এক কারখানা শ্রমিক আকরাম হোসেন বলেন, ‘দশ দিনের ছুটি পেয়েছি। এতদিন এখানে থেকে কি করব। তাই যেভাবেই হোক বাড়িতে যাবই।’

কোনাবাড়ী এলাকার বাসিন্দা এক হোটেলের বাবুর্চি মরিয়ম আক্তার জানান, চাকরির কারণে বেশির ভাগ সময় বাড়িতে যেতে পারি না। তাই বলে ঈদের সময় বাড়ি যাব না তাই কি হয়। তাই কষ্ট হলেও বাড়িতে যাব।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ওপর দিয়ে দূরপাল্লার আন্তঃজেলার কোনো বাস চলাচল করছে না। তবে লোকাল যাত্রীবাহী বাস, কিছু ট্রাক-পিকআপ ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীবাহী পরিবহণ না পেয়ে মানুষের জট লেগে আছে। মঙ্গলবার সকাল থেকে ওই জট শুরু হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঘরমুখো মানুষের চাপও বাড়তে থাকে। কিছু কারখানা ছুটি হয়ে যাওয়ায় শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য চন্দ্রায় অপেক্ষা করছে। বিকালের পর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের চাপ কয়েকগুণ বৃদ্ধি পাবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবহনের কোনো জটলা যাতে সৃষ্টি না হয় তার জন্য পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আগের মতোই চন্দ্রা ত্রিমোড় এলাকায় কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মহাসড়কে পুলিশের একাধিক টিম কাজ করছে। মহাসড়কে কোনো যানজট নেই তবে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের অনেক ভিড় রয়েছে। তবে আমরা যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করছি।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) সহকারি পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা মোড় এলাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে। দুরপাল্লার বাস চলতে দেয়া হচ্ছে না। লোকাল বাস বাস, মিনিবাস, মাইক্রোবস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা করেই তারা গন্তব্যে ছুটছে। তকে টঙ্গীর কোনাবাড়ি এলাকায় মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজের কারণে রাস্তায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে মহাসড়কে কানেক্টডে এলাকার রোডগুলো থেকে ট্রাক, পিক-আপ, কভার্ডভ্যান ও কিছু বাস পালিয়ে যাত্রী পরিবহণের চেষ্টা করছে। আমারা সেগুলোর দিকে কড়া নজর রেখেছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে