শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থানার হাজতে রিমান্ডে থাকা আসামির ‘আত্মহত্যা'

যাযাদি ডেস্ক
  ০৩ আগস্ট ২০২১, ২০:৫৩

রাজধানীর উত্তরা পূর্ব থানার হাতজখানায় পুলিশের হেফাজতে দুই দিনের রিমান্ডে থাকা মাদক মামলার এক আসামি ‘আত্মহত্যা’ করেছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ লিটনের (৪৫) বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। তিনি মাদক মামলার আসামি ছিলেন। সোমবার দুই দিনের রিমান্ডে রেখে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ডেপুটি কমিশনার (উত্তরা বিভাগ) মহম্মদ ফয়জুল ইসলাম ইউএনবিকে জানান, মোহাম্মদ লিটন সেলের ভেন্টিলেটরের সঙ্গে কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন। থানার ভিতরে ১৫টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এগুলোর ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত সেলের ভিতরে কম্বল ছিঁড়ে ভেন্টিলেটরের সঙ্গে পেঁচিয়ে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করেন।

কর্তব্যরত পুলিশের কোনো অবহেলা আছে কিনা-তা খতিয়ে দেখতে এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকের (এয়ারপোর্ট জোন) নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফয়জুল বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে