শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামিয়া রাওজাতুল উলূম ঢাকা এর শিক্ষার্থীদের দস্তারবন্দী অনুষ্ঠিত

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:০৫

আত্মশুদ্ধিমূলক গুরুত্বপূর্ন বয়ান, কওমী মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তৃতা, হৃদয় স্পর্শী হামদ, নাত ও প্রখ্যাত মুফতি, মাওলানাবৃন্দের পরিচালনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জামিয়া রাওজাতুল উলূম ঢাকা এর শিক্ষার্থীদের বর্ণাঢ্য দস্তারবন্দী (সমাবর্তন) অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাদ মাগরিব উত্তরায় জামিয়া রাওজাতুল উলূম ঢাকা এর মূল ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে নসীহত পেশ করেন আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দা. বা., আল্লামা মুফতি আবু সাঈদ দা. বা., আল্লামা জালাল উদ্দিন দা. বা.। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ আল মাগফিরাহ এর খতিব ওয়াহিদুল আলম-সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অত্র মাদ্রাসার শিক্ষকদের চমৎকার উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক ও মসজিদ আল মাগফিরাহ এর জ্যেষ্ঠ ইমাম মুফতি জাকির হুসাইন। অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষের হাফেজ ও ইফতা বিভাগের সর্বমোট ২২ জন শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে